shono
Advertisement
C V Ananda Bose

হুমকি ইমেলকে ডোন্ট কেয়ার! নামমাত্র নিরাপত্তায় ডেকার্স লেনে প্রাতঃরাশ রাজ্যপালের

ব্যবসায়ীদের চকোলেটও উপহার দেন তিনি। 
Published By: Tiyasha SarkarPosted: 11:38 AM Jan 09, 2026Updated: 02:44 PM Jan 09, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হুমকি ইমেলকে ডোন্ট কেয়ার! শুক্রবার সকালে নামমাত্র নিরাপত্তা নিয়েই খাস কলকাতার ডেকার্স লেনে হাজির হলের খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। এদিন সকালে বিখ্যাত চিত্তবাবুর দোকানে প্রাতঃরাশ সারেন তিনি। এরপর ডেকার্স লেনের ব্যবসায়ীদের উপহার দেন চকোলেটও।  অর্থাৎ পথে নেমে তিনি বুঝিয়ে দিলেন, এভাবে তাঁকে ভয় দেখানো বা দমিয়ে রাখা যাবে না।

Advertisement

ডেকার্স লেনে রাজ্যপাল। ছবি: সুখময় সেন।

 

বৃহস্পতিবার গভীর রাতে লোকভবন সূত্রে জানা যায়, একটি হুমকি ইমেল পৌঁছয় তাঁদের কাছে। সেখানে রাজ্যপাল আনন্দ বোসকে (C V Ananda Bose) উড়িয়ে দেওয়ার দেওয়ার কথা বলা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। রাতেই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বৈঠকে বসেন। রাজ্যপালের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার পাশাপাশি বিষয়টা জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। পাশাপাশি, কে বা কারা এই মেলের নেপথ্যে তা জানতে তদন্ত শুরু করা হয়। 

আগেই বিষয়টা নিয়ে মুখ খুলেছিলেন রাজ্যপাল। তিনি জানিয়েছিলেন, অন্য়ান্যদিনের মতোই শুক্রবার সকালে পথে নামবেন তিনি। সেখানে নিরাপত্তা ছাড়া মানুষের ভিড়ে মিশে যাওয়ার কথা বলেছিলেন তিনি। এদিন সকালে দেখা গেল নামমাত্র নিরাপত্তায় কলকাতার রাস্তায় ঘুরলেন রাজ্যপাল। লোকভবন থেকে বেরিয়ে এসপ্ল্যানেডের অত্যান্ত পরিচিত ডেকার্স লেনে যান তিনি। সটান হাজির হন চিত্তবাবুর দোকানে। সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে বলতে প্রাতঃরাশ সারেন তিনি। চকোলেট তুলে দেন ব্যবসায়ীদের হাতে। রাজ্যপালকে এভাবে কাছে পেয়ে আপ্লুত ব্যবসায়ীরা।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হুমকি ইমেলকে ডোন্ট কেয়ার! শুক্রবার সকালে নামমাত্র নিরাপত্তা নিয়েই খাস কলকাতার ডেকার্স লেনে হাজির হলের খোদ রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
  • এদিন সকালে বিখ্যাত চিত্তবাবুর দোকানে প্রাতরাশ সারেন তিনি। এরপর ডেকার্স লেনের ব্যবসায়ীদের উপহার দেন চকোলেটও। 
  • অর্থাৎ পথে নেমে তিনি বুঝিয়ে দিলেন, এভাবে তাঁকে ভয় দেখানো বা দমিয়ে রাখা যাবে না।
Advertisement