সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ মেডিক্যালের পর সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের 'সাসপেন্ডেড' পড়ুয়াদের সুখবর শোনাল কলকাতা হাই কোর্ট। ১১ জন চিকিৎসক পড়ুয়াকে কলেজে প্রবেশের অনুমতি দিল বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। তবে বেঁধে দেওয়া হয়েছে শর্ত।
গত ৮ আগস্ট নাইট শিফট ছিল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের। পরদিন ওই হাসপাতালের সেমিনার হলে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয় তাঁকে। এই ঘটনা নিয়ে উত্তেজনার মাঝে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে 'থ্রেট কালচার' বা 'হুমকি সংস্কৃতি' শিরোনামে চলে আসে। উত্তেজনার মাঝে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কলেজ কাউন্সিলের বৈঠক চলাকালীন হামলার অভিযোগ ওঠে। মনোজিৎ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে কামারহাটি থানায় এফআইআর হয়। এর পরই কলেজ কর্তৃপক্ষ ১১ জনকে সাসপেন্ড করে।
ওই ১১ জনের সাসপেনশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে মামলার শুনানি ছিল। সাসপেনশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করে কলকাতা হাই কোর্ট। কলেজে ক্লাস করতে পারবেন তাঁরা। তবে আর কোনও অশান্তি কলেজে করবেন না, এই মর্মে মুচলেকা দিতে হবে 'সাসপেন্ডেড' পড়ুয়াদের। তবে মুচলেকা না দিলে ক্লাস করার অনুমতি পাবেন না বলেই শর্ত হাই কোর্টের।