shono
Advertisement

Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ, ফের স্বপদে বহাল যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষ

বৃহস্পতিবার সকাল ৯টায় আদালত নিযুক্ত স্পেশাল অফিসার অধ্যক্ষের অফিসের তালা খুলে দেবেন।
Posted: 01:15 PM Oct 11, 2023Updated: 03:18 PM Oct 11, 2023

গোবিন্দ রায়: যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আংশিক নির্দেশ খারিজ। হাই কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে ফের স্বপদে বহাল অধ্যক্ষ। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় আদালত নিযুক্ত স্পেশাল অফিসার অধ্যক্ষের অফিসের তালা খুলে দেবেন।

Advertisement

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্য গোয়েঙ্কা এবং অধ্যাপক অচিনা কুণ্ডুকে পদ থেকে অপসারিত করা হয়। ইউজিসির নির্ধারিত যোগ্যতা তাঁদের নেই বলেই দাবি করা হয়। তিনি আর কলেজে ঢুকতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছিল। প্রয়োজনে সিবিআইকে তদন্তভার দিতে পারেন বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন বিচারপতি।

[আরও পড়ুন: ইডির তলবে সিজিও কমপ্লেক্সে অভিষেকপত্নী রুজিরা]

মামলার জল গড়ায় কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। বুধবার ওই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অধ্যক্ষ অপসারণের নির্দেশ খারিজ হয়ে যায়। ফের স্বপদে বহাল অধ্যক্ষ। হাই কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, অধ্যক্ষের কলেজে প্রবেশের ক্ষেত্রে কোনও বাধা নেই। অক্টোবরের স্বাভাবিক বেতনও পাবেন তিনি। সেই অনুযায়ী আগামিকাল সকাল ৯টায় আদালত নিযুক্ত স্পেশাল অফিসার অধ্যক্ষের অফিসের তালা খুলে দেবেন।

[আরও পড়ুন: ‘এ রাজ্যে তো বিচার পাইনি’, কামদুনি কাণ্ডে সুবিচারের দাবিতে দিল্লির পথে মৌসুমী-টুম্পারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement