গোবিন্দ রায়: সারাদিন টানাপোড়েনের পর মধ্যরাতেও এসএসসি মামলা নজিরবিহীন নাটকের সাক্ষী থাকল গোটা রাজ্য। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে এসএসসি (SSC) দপ্তরে মোতায়েন হল কেন্দ্রীয় বাহিনী। হাই কোর্টের নির্দেশ পাওয়ার পর বুধবার রাত সাড়ে ১২টার সময় সল্টলেকে এসএসসি দপ্তর আচার্য সদন ঘিরে ফেলে সিআরপিএফ (CRPF)। আজ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত সিআরপিএফ এসএসসি অফিস ঘিরে রাখবে। একমাত্র সিবিআই আধিকারিকরা এসএসসি অফিসের ভিতরে ঢুকতে পারবেন।
নিয়োগ সংক্রান্ত নথি বিকৃত ও নষ্টের আশঙ্কায় বুধবার রাতেই হাই কোর্টের দ্বারস্থ হন এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি (SSC Scam) নিয়ে সরব মামলাকারীরা। তাঁদের দাবি, এসএসসি’র নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে। তথ্য নষ্ট করা হতে পারে। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। রাত সাড়ে ১০টা থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ভারচুয়াল শুনানি শুরু হয়।
[আরও পড়ুন: কুতুব মিনার তৈরি করেন রাজা বিক্রমাদিত্য, চাঞ্চল্যকর দাবি পুরাতত্ত্ব বিভাগের প্রাক্তন আধিকারিকের]
মামলাকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। দুপুরে হাই কোর্টের রায়ের পর কারা এসএসসি অফিসের ভিতরে ঢুকেছে তার সিসিটিভি পরীক্ষার দাবি করেন তিনি। হার্ড ডিস্ক-সহ দপ্তরের সব তথ্য সংরক্ষণের দাবি করা হয়। রাত সাড়ে ১১টা নাগাদ বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে এসএসসি সচিবকে সিসিটিভির ফুটেজ আদালতে জমা দিতে হবে।
দুপুর ১টা পর্যন্ত এসএসসি অফিস ঘিরে রাখবে সিআরপিএফ। সিবিআই আধিকারিক ছাড়া ওই সময়ে কাউকে এসএসসি দপ্তরে ঢুকতে দেওয়া হবে না। আদালতের নির্দেশ মেনে মধ্যরাতেই এসএসসি অফিস ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনাকে কার্যত নজিরবিহীন বলেও দাবি করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, নিয়োগ বিতর্কের মাঝেই এসএসসির চেয়ারম্যান বদলের নির্দেশ দেয় রাজ্য। তার পরই নথি নষ্টের আশঙ্কায় আদালতের দ্বারস্থ হন মামলাকারীরা।