অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না, রক্ষাকবচের মেয়াদ বাড়াল আদালত

10:05 PM Aug 04, 2023 |
Advertisement

স্টাফ রিপোর্টার: সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ের রক্ষাকবচের মেয়াদ ফের বাড়াল কলকাতা হাই কোর্ট। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত ওই মামলায় শুক্রবার হাই কোর্টের প্রশ্নের মুখে পড়ল ইডি। যে পদ্ধতিতে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত চালাচ্ছে তাতে সন্তুষ্ট নন বলে শুক্রবার মন্তব‌্য করেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একইসঙ্গে তাঁর নির্দেশ, আগামী ১৭ আগস্ট মামলার পরবর্তী শুনানি পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।

Advertisement

শুক্রবার ইডি-র তরফে আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুর কাছে বিচারপতি জানতে চান, ‘‘এই মামলায় পর্যাপ্ত নথি রয়েছে, তা সত্ত্বেও এখনও পর্যন্ত কেন চার্জ গঠন হয়নি?’’ শেষ পাঁচ বছরে ইডি এই ধরনের কতগুলো কেসের তদন্ত শেষ করেছে, তাও বিচারপতি জানতে চান। বিচারপতির কথায়, ‘‘শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইডি কোনও তদন্ত চালাতে পারে না বলে মনে করে আদালত।’’

[আরও পড়ুন: Modi Surname Case: মোদি পদবি মামলার শাস্তিতে স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি রাহুল গান্ধীর]

শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, ২০২২ সালের জুন থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কথা হচ্ছে। এতদিন কোথাও অভিষেকের নাম আসেনি। তাহলে কেন তাঁকে বারবার ডেকে পাঠানো হচ্ছে? তাঁকে হেনস্তা করাই কি একমাত্র উদ্দেশ্য? সিংভির বক্তব‌্য, ইডি-র পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিট বা অন্য কোথাও তাঁর মক্কেলের নাম নেই। কিন্তু হঠাৎ করে সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেওয়ায় তাঁকে ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। তাই আপাতত যাতে অভিষেককে গ্রেপ্তার না করা হয়, তার জন্য আদালত সুরক্ষাকবচ দিক বলে আরজি জানান সিংভি।

পালটা ইডির তরফে আইনজীবী রাজু বলেন, ‘‘আমরা বলছি না যে অভিষেক এই দুর্নীতির সঙ্গে যুক্ত। শুধু আমরা জিজ্ঞাসাবাদ করে তদন্ত করতে চাই।’’ তার প্রেক্ষিতেই ইডির উদ্দেশে বিচারপতি বলেন, ‘‘শেষ ৫ বছরে ইডি কতগুলো মামলার ফাইনাল রেজাল্ট দিয়েছে, আমায় জানান। আমার স্ট্যাটিসটিক্স চাই।’’

[আরও পড়ুন: বেহালা দুর্ঘটনায় শিশুমৃত্যুতেও রাজনৈতিক তরজা, CP-র পদত্যাগ দাবি শুভেন্দুর, পালটা কুণালের]

Advertisement