shono
Advertisement
Civic volunteer

ছেলের অত্যাচার থেকে বাঁচতে ১০০ ডায়াল, উদ্ধারে গিয়ে আক্রান্ত সিভিক-পুলিশ

অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 02:02 PM Dec 01, 2024Updated: 02:02 PM Dec 01, 2024

নিরুফা খাতুন: ছেলের অত্যাচারের হাত থেকে বাঁচতে ১০০ ডায়াল করেছিলেন বৃদ্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে  আক্রান্ত পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে এক সিভিক ভলান্টিয়ারকে কোপানোর অভিযোগ বৃদ্ধের ছেলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বাঁশদ্রোণীতে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, কলকাতার বাঁশদ্রোণীর গড়িয়ার পঞ্চাননতলার বাসিন্দা ওই বৃদ্ধ। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ছেলের সঙ্গে অশান্তি চলছিল তাঁর। শনিবার রাতে অশান্তি চরম আকার নেয়। ছেলে বৃদ্ধকে ব্যাপক মারধর করেন বলে অভিযোগ। বাধ্য হয়ে ১০০ ডায়াল করেন বৃদ্ধ। বিপদ সংকেত পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ, সেখানে গিয়ে আক্রান্ত হন পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়ার।

অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই বৃদ্ধের ছেলে রুদ্র নারায়ণ ভট্টাচার্য ধারালো অস্ত্র নিয়ে তাঁদের দিকে তেড়ে যায়। সিভিক ভলান্টিয়ার গুরুতর জখম হন। তাঁকে আহত অবস্থায় ভর্তি করা হয় বাঙুর হাসপাতালে। আটক করা হয়েছে অভিযুক্তকে। সূত্রের খবর, ধৃত যুবক মানসিক ভারসাম্যহীন। তার জেরেই কি এই ঘটনা নাকি নেপথ্যে অন্য কারণ, তা জানতে তদন্ত শুরু তরেছে পুলিশ। বৃদ্ধের সঙ্গে কথা বললেই গোটা বিষয়টা স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছেলের অত্যাচারের হাত থেকে বাঁচতে ১০০ ডায়াল করেছিলেন বৃদ্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত পুলিশ।
  • ধারালো অস্ত্র দিয়ে এক সিভিক ভলান্টিয়ারকে কোপানোর অভিযোগ বৃদ্ধের ছেলের বিরুদ্ধে।
  • ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বাঁশদ্রোণী। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
Advertisement