সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা নতুন বছরে শান্তি, সম্প্রীতি বজায় থাকুক। সকলের ঘরে ঘরে আলো নিয়ে আসুক নববর্ষ। নিজের লেখা ও সুর করা গানে এভাবেই রাজ্যবাসীকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

এই দিনটি শুধু বাংলা নতুন বছরের শুরুই নয়, পয়লা বৈশাখে 'পশ্চিমবঙ্গ দিবস'ও পালন করা হয়। সোশাল মিডিয়ায় এই বিশেষ দিনটি নিয়েও শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'বাংলা দিবস'-এর শুভেচ্ছাবার্তায় তিনি সদ্যপ্রয়াত বাংলার সঙ্গীতকার প্রতুল মুখোপাধ্যায়কে স্মরণ করে লিখেছেন - 'আমি বাংলায় গান গাই'।
পোস্টে তাঁর শুভকামনা, বাংলার ঐতিহ্য, সংস্কৃতি আরও বিস্তৃত হোক, রাজ্যবাসীর মাঝে আরও দৃঢ় হোক ভ্রাতৃত্বের বন্ধন।
'আঁধার ঘুচিয়ে দাও নতুন ভোরে/ নতুন বছর এসো মিষ্টি করে', ১৪৩২ সালের শুরুতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা সঙ্গীত এভাবেই শুরু হয়েছে। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণে দুর্গাপুজোর মতোই আনন্দময় হয়ে বাংলার ঘরে ঘরে আসে পয়লা বৈশাখ। নতুন ফসল, নতুন আশা-ভরসা নিয়ে বাঙালি শুরু করে নতুন বছর। আর এমন পবিত্র লগ্নে নতুন গান লিখে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় ও সুরে গানটি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। সকলকে ভালো রাখার, সকলকে নিয়ে ভালো থাকার বার্তা রয়েছে গানজুড়ে। যা আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। বিশেষত রাজ্যের নানা জায়গায় বিক্ষিপ্ত অশান্তির আবহে।
এই বিশেষ দিনে বাঙালিকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। বাংলায় তিনি লিখেছেন, ''পয়লা বৈশাখের শুভেচ্ছা। আশা করি, এবছর আপনাদের সব আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আমি সকলের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।''বাংলা নববর্ষ ছাড়াও এই দিন বিভিন্ন রাজ্যের ক্যালেন্ডারে নতুন বছর পড়েছে। অসম, তামিলনাড়ু, কেরলে নববর্ষ উপলক্ষে সেসব রাজ্যের বাসিন্দাদেরও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।