shono
Advertisement

Breaking News

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, বগটুইয়ে নিহতদের পরিবারের ১০ জনের হাতে তুলে দিলেন চাকরির নিয়োগপত্র

মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে আপ্লুত নিহতদের পরিবারের সদস্যরা।
Posted: 03:28 PM Apr 04, 2022Updated: 04:21 PM Apr 04, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা রাখলেন মুখ্যমন্ত্রী। বগটুইয়ে নিহতদের পরিবারের ১০ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কাজে যোগ দিতে এই দশজনের যাতে কোনওরকম সমস্যা না হয়, জেলাশাসককে তা দেখার নির্দেশ দিলেন তিনি।  

Advertisement

সোমবার দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ভারচুয়ালি বগটুইয়ে নিহতদের পরিবারের হাতে তুলে দেন চাকরির নিয়োগপত্র। মিহিলাল শেখ, হাসিনারা খাতুন, সাবিনা বিবি-সহ মোট ১০ জন এদিন রাজ্যের সরকারি চাকরির নিয়োগপত্র পান। নিয়োগপত্র দেওয়ার পরই জেলাশাসক-সহ জেলার আধিকারিকদের চাকরিপ্রাপকদের সাহায্যের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, “আগুনের কারণে অনেকের কাগজপত্র হারিয়ে গিয়েছে। জেলাশাসককে তাঁদের সাহায্য করতে হবে।”

নিয়োগপত্র হাতে নিহতদের পরিবারের সদস্যরা। ছবি: শান্তনু দাস।

[আরও পড়ুন: থানা নয়, সমস্যা হলে গ্রাম্য কমিটিকেই জানাতে হবে! ফতোয়া ঘিরে তীব্র চাঞ্চল্য মহিষাদলে]

কোথায় কাজে যোগ দেবেন, কী কী প্রয়োজন, কীভাবে কাজে যোগ দিতে হয়, এই সংক্রান্ত কোনও সমস্যা হলেও, জেলাশাসককে সে বিষয়েও চাকরিপ্রাপককে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের বলেন, “চাকরি দিয়ে বা আর্থিক সাহায্য করলে কখনও মানুষ ফিরে আসে না। কিন্তু বেঁচে থাকার প্রয়োজনে প্রত্যেককে এগিয়ে যেতে হয়।যাঁরা রয়েছেন, তাঁরা যাতে সম্মানের সঙ্গে বাঁচতে পারেন সেই জন্যই এই পদক্ষেপ।” 

উল্লেখ্য, ২১ মার্চ রাতে রামপুরহাটে (Rampurhat Clash) বোমা মেরে খুন করা হয় তৃণমূল উপপ্রধান ভাদু শেখকে। এর পরই সেই রাতে বগটুই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের দাবি। সেই ঘটনার পরই বগটুইয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন ‘দিদি’কে কাছে পেয়েই কান্নায় ভেঙে পড়েছিলেন চাকরিপ্রাপক মিহিলাল থেকে শুরু করে বগটুই গ্রামের বহু বাসিন্দা। ওইদিন ঘটনাস্থল থেকেই ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামতির জন্য প্রথমে ১ লক্ষ টাকা করে দেন। পরবর্তীতে তা বাড়িয়ে ২ লক্ষ করেন। পাশাপাশি মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করা হয় আরও ৫ লক্ষ টাকা। সেদিনই নিহতদের পরিবারের সদস্যদের চাকরির আশ্বাসও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ১০ দিনের মধ্যেই প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী। 

[আরও পড়ুন:সাইকেল সারানো ও রাজনীতি, মাঝের সময়টুকুতে পড়াশোনা করেই অধ্যাপক হতে চলেছেন যুবক ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement