shono
Advertisement

Breaking News

করোনা মোকাবিলায় ৪ মন্ত্রী, সচিব-সহ ক্যাবিনেট কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

এই কমিটি রিপোর্ট দেবে মুখ্যমন্ত্রীকে। The post করোনা মোকাবিলায় ৪ মন্ত্রী, সচিব-সহ ক্যাবিনেট কমিটি গঠন মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 06:20 PM Apr 27, 2020Updated: 06:27 PM Apr 27, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশজুড়ে এখন আতঙ্কের একটাই নাম করোনা ভাইরাস। এ রাজ্যও ব্যতিক্রম নয়। করোনার থাবায় কাঁপছে বাংলাও। করোনা পরিস্থিতি মোকাবিলায় তাই কোভিড ম্যানেজমেন্ট ক্যাবিনেট কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার সাংবাদিক বৈঠক করে একথাই জানান তিনি।

Advertisement

এদিনের সাংবাদিক বৈঠকে করোনা পরিস্থিতি মোকাবিলায় কোভিড ম্যানেজমেন্ট ক্যাবিনেট কমিটি তৈরি করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিটির চেয়ারম্যান অমিত মিত্র। এছাড়াও কমিটিতে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম। এছাড়াও কমিটিতে থাকবেন মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। সিএমআরও’র কো-অর্ডিনেটর সেলিমও থাকবেন এই কমিটিতে। তাঁরা প্রত্যেকেই রাজ্যের করোনা পরিস্থিতির দিকে নজর রাখবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেবেন তাঁরা।

[আরও পড়ুন: ট্রপিক্যাল মেডিসিনে ফের করোনার থাবা, ২ আয়ার শরীরে ভাইরাস সংক্রমণ]

উল্লেখ্য, কখনও রাস্তায় নেমে সামাজিক দূরত্বের প্রয়োজনীয়তার পাঠ আবার কখনও হাসপাতাল, বাজারে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে রাজনৈতিক টানাপোড়েনও রয়েছে যথেষ্ট। তা সত্ত্বেও করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন ক্যাবিনেট কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী?  সে কারণও এদিন স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ২৩ মার্চের প্রায় সপ্তাহখানেক আগে থেকে করোনা পরিস্থিতির উপর সবসময় নজর রেখেছেন তিনি। অন্য কোনও গুরুত্বপূর্ণ কাজে আর বিশেষ সময় দিতে পারেননি। সেক্ষেত্রে অন্য কাজে যাতে তিনি খানিকটা মনোনিবেশ করতে পারেন তাই বিশেষ ক্যাবিনেট কমিটি গঠন করার সিদ্ধান্ত। তবে ওই কমিটি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবে। উল্লেখ্য,  মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে ক্যাবিনেট কমিটিতে রাখা হয়েছে ঠিকই। তবে তাঁদেরও অন্যান্য দিকে নজর দিতে হবে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। এদিনের সাংবাদিক বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলাকে রেড, গ্রিন, অরেঞ্জে ভাগ করার কথা জানান। তবে ক্যাবিনেট কমিটির সদস্যরা ওই জোন ভাগে কোনওভাবে সাহায্য করবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: ভিনরাজ্যে আটকে পড়া বাংলার পড়ুয়া ও বাসিন্দাদের ফেরাচ্ছেন মমতা]

The post করোনা মোকাবিলায় ৪ মন্ত্রী, সচিব-সহ ক্যাবিনেট কমিটি গঠন মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement