shono
Advertisement
CM Mamata Banerjee

'তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সূর্যোদয়', বাংলার অগ্রগতি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর

'গোটা দেশ দেখুক বাংলার এই নবজাগরণ', পোস্টে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Published By: Sucheta SenguptaPosted: 07:45 PM Jul 20, 2025Updated: 07:53 PM Jul 20, 2025

মলয় কুণ্ডু: শিল্প, তথ্যপ্রযুক্তি-সহ একাধিক ক্ষেত্রে বাংলার উন্নয়নের হার তুলনাহীন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে তা একেবারে নজির গড়েছে। বাংলার গোটা চিত্রই বদলে দিয়েছে সরকারের একাধিক প্রকল্প। তার মধ্যে অন্যতম রাজ্যের শিল্পচিত্র। যুগের সঙ্গে পাল্লা দিয়ে তথ্যপ্রযুক্তিতেও অগ্রগতি ঘটেছে। সরকারের আন্তরিক সদিচ্ছাতেই এসব পরিবর্তন এসেছে। এই পরিবর্তিত পরিস্থিতিকে এবার 'তথ্যপ্রযুক্তির সূর্যোদয়' বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে তাঁর বক্তব্য, এবার গোটা ভারত দেখুক এই 'নবজাগরণ'।

Advertisement

২০১১ সালে রাজ্যে রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পর থেকে বহু পরিবর্তন এসেছে। তার সবটাই জনমুখী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দৌলতে রাজ্যে শিল্পক্ষেত্রে কার্যত জোয়ার এসেছে। তারই মধ্যে অন্যতম তথ্যপ্রযুক্তি। সল্টলেকের সেক্টর ফাইভ চত্বরে আইটি হাবের পাশাপাশি নিউটাউন এখন নতুন গন্তব্য বিভিন্ন সংস্থার। সেখানকার সরকারি জমিতে গড়ে উঠছে একাধিক সংস্থার অফিস। প্রচুর কর্মসংস্থানের সুযোগ সেখানে। সেসব বিষয়ই এদিন এক্স হ্যান্ডেল পোস্টে উল্লেখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর পোস্টে লেখা, 'বাংলা এখন তথ্যপ্রযুক্তিতে দেশকে নেতৃত্ব দিচ্ছে, তা মেনে নিচ্ছে মূলস্রোতের সংবাদমাধ্যমগুলিও। আইটি সংস্থাগুলি এখন বাংলায় বিনিয়োগ করতে আগ্রহী। সম্প্রতি ইন্ডিয়া টুডে পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার নাম 'এ নিউ আইটি সানরাইজ'। যেখানে স্পষ্ট লেখা, প্রথম সারির বিভিন্ন সংস্থা এখন বাংলার রাজধানীর দিকে ধেয়ে চলেছে। সেখানকার দারুণ পরিকাঠামো আর মেধার প্রাচুর্য দেখে। এখন সময় এসেছে, গোটা ভারত দেখুক কীভাবে তথ্যপ্রযুক্তিতে সূর্যোদয়ের পথে এগিয়ে চলেছে বাংলা।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তথ্যপ্রযুক্তিতে অগ্রগতি, নতুন 'সূর্যোদয়' বাংলায়, এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রীর।
  • গোটা ভারত দেখুক বাংলার এই নবজাগরণ, পোস্টে লিখলেন তিনি।
Advertisement