গৌতম ব্রহ্ম: আচমকা আধার কার্ড (Adhar Card) বাতিল হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের। বেশিরভাগই সংখ্যালঘু, মতুয়া, তফসিলি জাতি-উপজাতির নাগরিকরা বেশি। গত দুদিন ধরে এনিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। আধার বাতিল নিয়ে একদিকে শাসকদল তৃণমূল (TMC) বিজেপির উপর খড়গহস্ত। অন্যদিকে, বিজেপি নেতাদের দাবি, আধার বাতিলের সমস্যা সমাধান করে দেওয়া হবে দ্রুতই। এনিয়ে রাজনৈতিক চাপানউতোর বৃদ্ধির মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) প্রধানমন্ত্রী মোদিকে চিঠি পাঠালেন। তাতে আবেদন, এই সমস্যা সমাধানে হস্তক্ষেপ করুন। নইলে সাধারণ মানুষ বড়সড় বিড়ম্বনায় পড়ছেন।
রাতারাতি বাতিল হয়েছে বহু মানুষের আধার কার্ড। এনিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বেছে বেছে সবচেয়ে বেশি মতুয়া, তফসিলি এবং সংখ্যালঘুদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। এভাবে বাংলাতেও অসমের মতো ডিটেনশন ক্যাম্প তৈরির চক্রান্ত করা হচ্ছে বলে সোমবারও কেন্দ্রকে তুলোধোনা করেছেন তিনি। সাংবাদিক বৈঠকে মমতার প্রশ্ন, লোকসভা নির্বাচনের আগে এমন কী ঘটল যে এত আধার বাতিল করা হল? রাজ্যকে অন্ধকারে রেখে কেন আধার বাতিল করা হল? এটা কি CAA-NRC কার্যকর করার প্রথম ধাপ?
[আরও পড়ুন: ‘মণিপুরের সঙ্গে তুলনীয় নয়’, সন্দেশখালি ইস্যুতে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত]
সোমবার আধার কার্ডের এই সমস্যা নিয়ে মোদিকে লেখা চিঠিতে এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন আধার কার্ড বাতিলের কোপ সবচেয়ে বেশি পড়েছে তফসিলি সম্প্রদায়ভুক্ত মানুষজনের উপর। তফসিলি ফেডারেশনও এ বিষয়ে তাঁকে জানিয়েছে। তাতে তিনি চূড়ান্ত বিস্মিত। মুখ্যমন্ত্রীর আবেদন, লোকসভা ভোটের আগে এই মানুষজন চরম উদ্বেগের মুখে। সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যেতে পারে, এই আশঙ্কায় তটস্থ তাঁরা। প্রধানমন্ত্রী মোদি (PM Modi) যেন বিষয়টি একটু সহমর্মিতার সঙ্গে দেখে সমাধানে হস্তক্ষেপ করেন, এই আবেদনে তাঁকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।