shono
Advertisement
Jadavpur University

‘আজাদ কাশ্মীর', 'ফ্রি প্যালেস্তাইন,’ দেওয়াল লিখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে! 'ক্যাম্পাসে নৈরাজ্য', অভিযোগ টিএমসিপির

বিতর্কিত দেওয়াল লিখনে ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
Published By: Subhajit MandalPosted: 09:23 PM Mar 09, 2025Updated: 09:23 PM Mar 09, 2025

রমেন দাস: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একই সঙ্গে ওই ঘটনায় আহত হন একাধিক ছাত্র। যে ঘটনার পর উত্তাল হয় কলকাতা। একের পর এক মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর। এবার এই আবহেই বিতর্কিত দেওয়াল লিখনে ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সূত্রের দাবি, বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছের একটি বিল্ডিংয়ের দেওয়ালে লেখা হয়েছে, ‘আজাদ কাশ্মীর,’ ‘ফ্রি প্যালেস্তাইন'। যে দেওয়াল লিখন ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকেই বলছেন, এগুলো পুরনো ছবি, বর্তমান ঘটনা প্রবাহে ফের আলোচনায় এসেছে! যদিও আরও এক অংশের দাবি, এগুলো সাম্প্রতিক দেওয়াল লিখন।

Advertisement

যদিও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহু বিতর্কিত স্লোগান ‘আজাদ কাশ্মীর’ কারা লিখলেন, এ নিয়ে কোনও সদুত্তর পাওয়া যায়নি। তবে বাম-অতিবাম কোনও সংগঠনের কাজ বলেই অভিযোগ বিশ্ববিদ্যালয়ের বাম বিরোধী ছাত্র সংগঠনগুলির।

ক্যাম্পাসের অন্দরের বিতর্কিত দেওয়াল লিখন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিশলয় রায়ের অভিযোগ, "এই দেওয়াল লিখন অনেক দিন ধরেই চলছে। কর্তৃপক্ষকে বললেও পদক্ষেপ করা হয় না। অতিবাম, বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো এসব করছে। এরাই শিক্ষামন্ত্রীকে মারার চেষ্টা করেছিল। শুধু ৩ নম্বর গেটের কাছে নয়, ক্যাম্পাসে ঘুরুন, আরও পাবেন।'' বিশ্ববিদ্যালয়ের জাতীয়বাদী ছাত্র সংগঠন অর্থাৎ এনএসএফের সোমসূর্য বন্দ্যোপাধ্যায় কথায়, "ক্যাম্পাসে এই নৈরাজ্য বহুদিন ধরেই চলছে। আপনি বামমনস্ক না হলেই জিবি-র নামে খাপ পঞ্চায়েত বসিয়ে আপনাকে বয়কট করা হবে। আসলে বিচ্ছিন্নতাবাদী শক্তি এসব কাজ করছে। দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন ওঠে এমন কাজ চলছে। কিন্তু কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করছে না।"

যদিও এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেতা তথা ওই অশান্তির ঘটনায় আহত ছাত্র অভিনব বসুর দাবি, "আমরা বিচ্ছিন্নতাবাদী কোনও কিছুই সমর্থন করি না। কিন্তু ফ্রি প্যালেস্তাইন, এই বিষয়টি নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট। আবার বিজেপি শাসিত ভারতবর্ষে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়েও আমাদের প্রতিবাদ রয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিতর্কিত দেওয়াল লিখনে ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
  • সূত্রের দাবি, বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছের একটি বিল্ডিংয়ের দেওয়ালে লেখা হয়েছে, ‘আজাদ কাশ্মীর,’ ‘ফ্রি প্যালেস্তাইন'।
  • যে দেওয়াল লিখন ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
Advertisement