shono
Advertisement

‘হাত’ ছেড়ে কাউন্সিলর তৃণমূলে, পুরসভায় কংগ্রেসের থাকল এক

কলকাতা পুরসভায় টিমটিম করে জ্বলছে কংগ্রেস।
Posted: 11:22 AM Sep 29, 2023Updated: 11:23 AM Sep 29, 2023

স্টাফ রিপোর্টার: কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিলেন কাউন্সিলর ওয়াসিম আনসারি। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেটিয়াবুরুজ (Metiaburuz) এলাকায় ১৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ওয়াসিম। বৃহস্পতিবার বিধায়ক আবদুল খালেক মোল্লার হাত থেকে তৃণমূলের পতাকা নেন তিনি। এতদিন কলকাতা পুরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ‌্যা ছিল ১৩৫। ওয়াসিম আনসারিকে নিয়ে তা দাঁড়াল ১৩৬-এ। উলটো দিকে কলকাতা পুরসভায় টিমটিম করে জ্বলছে কংগ্রেস।

Advertisement

বিগত পুরভোটে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন দুই কাউন্সিলর। সন্তোষ পাঠক আর ওয়াসিম আনসারি। ওয়াসিম আনসারি দলবদল করায় শেষমেশ টিকে রইলেন সন্তোষ একা। কেন দলবদল? ওয়াসিম আনসারি জানিয়েছেন, কংগ্রেসে থেকে উন্নয়নের কাজ করা যাচ্ছে না। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের উন্নয়নযজ্ঞে শামিল হতেই দলবদল।

[আরও পড়ুন: অশান্ত মণিপুরে এবার খোদ মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতে হামলার চেষ্টা!]

উল্লেখ‌্য, কয়েকদিন আগেই পুর অধিবেশনে চেয়ারপার্সন জানিয়েছিলেন, বিরোধীদের ভূমিকা কমছে ক্রমশ। সেসময় মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, বিরোধীদের সংখ‌্যা যেভাবে কমছে এবার তৃণমূল থেকেই দু’একজনকে বিরোধী আসনে বসাতে হবে। পুরসভায় এই মুহূর্তে সব মিলিয়ে বিরোধী কাউন্সিলর দাঁড়াল আটজনে। তার মধে‌্য বিজেপির তিনজন, সিপিএমের একজন, সিপিআইয়ের একজন, কংগ্রেসের একজন, আর দু’জন নির্দল কাউন্সিলর। কংগ্রেস কাউন্সিলরের দলবদল নিয়ে সন্তোষ পাঠককে প্রশ্ন করা হলেও তিনি কোনও উত্তর দেননি।

[আরও পড়ুন: শেষ মুহূর্তে ভাগ্যবদল, অক্ষরের পরিবর্তে বিশ্বকাপে ভারতের ১৫ জনের দলে ঢুকলেন অশ্বিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement