shono
Advertisement
Dunlop

ডানলপে ডামাডোল, 'আক্রোশে' আইনজীবীর ফ্ল্যাটে আগুন দিতে গিয়ে ঝলসে গেল দুষ্কৃতীই!

পারিবারিক কাজে ওই আইনজীবী সপরিবারে পাঞ্জাব যাওয়ায় ফ্ল্যাট তালাবন্ধ ছিল।
Published By: Suhrid DasPosted: 12:10 PM Feb 19, 2025Updated: 01:10 PM Feb 19, 2025

অর্ণব দাস, বারাকপুর: আক্রোশ থেকে আইনজীবীর ফ্ল্যাটে আগুন দিতে এসেছিলেন দুষ্কৃতীরা। নিজেদের লাগানো আগুনেই গুরুতর জখম হন এক দুষ্কৃতী। পরে তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ডানলপে। অভিযোগের ভিত্তিতে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আইনজীবীকে পুড়িয়ে মারার পরিকল্পনা ছিল তাঁদের? নাকি নিছক ভয় দেখাতেই এই আগুন? সেই প্রশ্নও উঠেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বরানগর থানা এলাকার ডানলপ মোড়ের কাছেই একটি আবাসনে ফ্ল্যাট নিয়ে পরিবারের সঙ্গে থাকেন আইনজীবী বিক্রম সিং। তাঁদের আদি বাড়ি পাঞ্জাবে। বেশ কিছুদিন ধরে আইনজীবী বিক্রম সিং দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি মামলা লড়ছেন। সেই আক্রোশ গিয়ে পড়ে আইনজীবীর উপর। গতকাল মঙ্গলবার রাতে স্কুটিতে চড়ে তিন দুষ্কৃতী ওই ফ্ল্যাটে হানা দেন। সকলের নজর এড়িয়ে ওই আইনজীবীর ফ্ল্যাটে হানা দেন তাঁরা।

বাইরে থেকে বন্ধ থাকায় ফ্ল্যাটের জানলা দিয়ে ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে জ্বলতে থাকে ঘরের ভিতরের আসবাব-সহ একাধিক জিনিস। ওই আগুন দেওয়ার সময় খাজান সিং নামে এক দুষ্কৃতীর গায়েও আগুন ধরে যায়। ওই আবাসনের ট্যাঙ্কের থেকে জল নিয়ে তাঁর গায়ে ঢালা হয়। কোনওরকমে তাঁর গায়ের আগুন নেভান অন্যরা। এরপর জখমকে নিয়ে আবাসন ছেড়ে পালান বাকিরা।

আগুন লাগার ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় আবাসনে। স্থানীয়রাই সেই আগুন কিছু সময়ের চেষ্টায় নিভিয়ে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বরানগর থানার পুলিশ। আবাসনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে গিয়ে দেখা যায় আসল ঘটনা। এরপরেই পুলিশ খাজান সিং-সহ অন্যদের খোঁজে নামে। আগুনে জখম অভিযুক্তকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সন্ধান পেয়ে তাঁকে সেখানেই গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।

পারিবারিক কাজে ওই আইনজীবী পরিবার নিয়ে পাঞ্জাবে গিয়েছেন। সে কারণেই ফ্ল্যাট তালাবন্ধ ছিল। ফ্ল্যাটে লোকজন থাকলে বড় অঘটন ঘটছে পারত বলেই মনে করা হচ্ছে। ঘটনার পর ওই আবাসনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বরানগর থানা এলাকার ডানলপ মোড়ের কাছেই একটি আবাসনে ফ্ল্যাট নিয়ে পরিবারের সঙ্গে থাকেন আইনজীবী বিক্রম সিং।
  • বেশ কিছুদিন ধরে আইনজীবী বিক্রম সিং দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি মামলা লড়ছেন।
  • সেই আক্রোশ গিয়ে পড়ে আইনজীবীর প্রতি।
Advertisement