shono
Advertisement
New Town

দুর্গন্ধে নাক ঢাকার জোগাড়! নিউটাউনের বাড়িতে উদ্ধার একাকী মহিলার পচাগলা দেহ

মৃত বছর তিরিশের পম্পা দাস উত্তর ২৪ পরগনার ন্যাজাটের বাসিন্দা।
Published By: Sucheta SenguptaPosted: 10:30 AM Jun 02, 2025Updated: 11:57 AM Jun 02, 2025

দিশা ইসলাম, সল্টলেক: বাড়ির সামনে যেতেই তীব্র কটূ গন্ধ! নাক না ঢেকে সেই রাস্তা পেরনোর উপায় নেই। রবিবার নিউটাউনের জ্যোতিনগরের একটি বাড়ির সামনে এই পরিস্থিতিতে সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা পুলিশে খবর দেন। নিউটাউন থানার পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে বাড়ি থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করেছে। জানা গিয়েছে, মহিলা একাই সেখানে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। আত্মহত্যা নাকি খুন, জানতে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে একাকী মহিলার দেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে এলাকায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, নিহত মহিলার নাম পম্পা দাস। বয়স তিরিশের আশেপাশে। তিনি আদতে উত্তর ২৪ পরগনার ন্যাজাটের বাসিন্দা। জ্যোতিনগরের ওই বাড়ি ভাড়া নিয়ে একাই থাকতেন। পেশা কী ছিল, তা জানা নেই কারও। গত তিনদিন ধরে পম্পাকে বাড়ি থেকে বেরতে দেখেননি প্রতিবেশীরা। পথেঘাটেও তাঁকে দেখা যায়নি। ফলে সন্দেহ খানিক হয়েছিল। সেই কারণে রবিবার বিকেলের দিকে তাঁর খোঁজ করতে বাড়ির দিকে যান আশপাশের মানুষজন। কিন্তু বাড়ির সামনে যাওয়ামাত্রই পচা দুর্গন্ধ নাকে আসে তাঁদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিউটাউন থানার পুলিশকে।

পুলিশ সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার করে। তা ঝুলন্ত অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে। পম্পাদেবী কি আত্মহত্যা করেছেন নাকি একাকী মহিলা পেয়ে কেউ তাঁকে খুন করে দেহ ঝুলিয়ে দিয়ে গেল, তা তদন্ত করে দেখা হচ্ছে। দেহ আপাতত ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে ন্যাজাটে, পম্পা দাসের বাড়িতে। সবমিলিয়ে এই মৃত্যু ঘিরে
এলাকায় চাপা আতঙ্কের পরিবেশ। যাঁরা পম্পাকে চিনতেন, মৃত্যুর খবর তাঁদের বিশ্বাসই হচ্ছে না। পুলিশ তদন্তের স্বার্থে বাড়ির ওই ঘরটি সিল করেছে। এছাড়া বাড়ির আশপাশও ঘিরে রাখা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিউটাউনের জ্যোতিনগরে ভাড়াবাড়ি থেকে উদ্ধার মহিলার পচাগলা দেহ।
  • পুলিশ জানিয়েছে, দেহটি ঝুলন্ত অবস্থায় ছিল, শুরু তদন্ত।
  • উত্তর ২৪ পরগনার ন্যাজাটের বাসিন্দা ওই মহিলা একাই থাকতেন নিউটাউনে।
Advertisement