অর্ণব দাস, বারাকপুর: দীর্ঘ টানাপোড়নের অবসান! অবশেষে পাওয়া গেল আর জি কর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের ডেথ সার্টিফিকেট। ঘটনার ৮ মাস পর এই শংসাপত্র পাওয়া গেল। বুধবার সোদপুর নাটাগড়ে নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে যান স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। সেখানেই নির্যাতিতার বাবার হাতে তরুণীর ডেথ সার্টিফিকেট তুলে দেন।

গত বছরের ৯ আগস্ট আর জি কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। তদন্তে নেমে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে সঞ্জয় রায়কে। সে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার হিসাবে নিযুক্ত ছিল। পরে মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তদন্তে সঞ্জয় দোষী প্রমাণিত হয়। তাকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত।
তবে মামলা এখনও চলছে। এই সবের মাঝে ঘটনার ৮ মাস কেটে গেলেও নির্যাতিতার ডেথ সার্টিফিকেট পরিবারের হাতে আসছিল না। তা নিয়ে টানাপোড়েন চলছিল। অবশেষে আজ বুধবার রাজ্য সরকারের তরফে ডেথ সার্টিফিকেট তরুণীর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি 'জন্ম মৃত্যু তথ্য' পোর্টালে তা আপলোড করা হয়েছে।
নির্যাতিতার বাবা বলেন, "নারায়ণ স্বরূপ নিগম এসে মেয়ের ডেথ সার্টিফিকেট দিয়ে গিয়েছেন। বলেছেন পরবর্তীতে অন্য কপি দরকার হলে ব্যবস্থা করে দেবেন। বিকেলে লিংকও এসেছে। প্রয়োজনে সেটা থেকেও কপি বের করে নেওয়া যাবে। গত বছর সেপ্টেম্বর মাস থেকে ডেথ সার্টিফিকেট পেতে চেষ্টা করছিলাম।"
উল্লেখ্য, তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় আর জি কর হাসপাতালে। ময়নাতদন্তও হয় সেই হাসপাতালের মর্গে। পরিবার শশ্মান থেকে দাহ্য করার শংসাপত্র পেয়ে গেলেও ডেথ সার্টিফিকেট পায়নি। অবশেষে তা পাওয়া গেল।