অর্ণব আইচ: স্কুলের মধ্যেই এক নাবালিকা ছাত্রীকে নিগ্রহের অভিযোগ। পাঁচ বছরের ওই শিশুকন্যাটিকে লজেন্সের লোভ দেখিয়ে যৌন নির্যাতন করা হয় বলে দাবি। অভিযুক্ত এক রাজমিস্ত্রি। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর কলকাতার শ্যামপুকুর থানা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের এক কর্তা জানিয়েছেন, রাতের মধ্যেই অভিযুক্তর বিরুদ্ধে শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

ঠিক কী অভিযোগ? পুলিশ ও অভিভাবকদের সূত্র জানিয়েছে, স্কুলে রাজমিস্ত্রিরা কাজ করছিল। একজন রাজমিস্ত্রি ওই শিশুকন্যাটিকে প্রথমে লজেন্সের লোভ দেখায়। সে লজেন্সে অ্যালার্জি রয়েছে বলে জানায়। এর পর তাকে চকোলেটের লোভ দেখানো হয়। শিশুটি চকোলেট নিয়ে রাজি হয়নি। পরে তাকে স্কুলের শৌচাগারের কাছে নিয়ে গিয়ে নিগ্রহ করা হয়।
অভিযুক্ত রাজমিস্ত্রিকে জেরা করা হচ্ছে। অভিযোগ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে বৃহস্পতিবার শ্যামপুকুরের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাত পর্যন্ত স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা। কী করে স্কুলের মধ্যে একজন পড়ুয়াকে যৌন নির্যাতনের শিকার হতে হল প্রশ্ন তুলছেন তাঁরা।