রূপায়ণ গঙ্গোপাধ্যায়: শিয়রে লোকসভা নির্বাচন। তবুও মিটছে না বঙ্গ বিজেপির দ্বন্দ্ব। মঙ্গলবারও তার হাতেগরম প্রমাণ মিলল। নিউটাউনে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রুদ্ধদ্বার বৈঠকে গরহাজির ছিলেন দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী। যা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে সুকান্ত বনাম দিলীপ, সুকান্ত বনাম শুভেন্দুর গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা আরও স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে এদিন নিউটাউনে বৈঠকে বসেছিলেন সুকান্ত মজুমদাররা। সেখানে বিজেপির সাংসদ, বিধায়করা হাজির ছিলেন বলে খবর। কলকাতাতে থাকা সত্ত্বেও বৈঠকে যাননি দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী। দলীয় সূত্রে খবর, দিলীপ কলকাতাতেই ছিলেন। দুপুরে গঙ্গাসাগরের জন্য রওনা দেন। অন্যদিকে শুভেন্দু চলে যান দেগঙ্গায়। সেখানে দলীয় কর্মসূচি ছিল বিরোধী দলনেতার। কিন্তু লোকসভার প্রস্তুতি বৈঠকে কেন দলেরই দুই গুরুত্বপূর্ণ নেতা গরহাজির ছিলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।
[আরও পড়ুন: ‘দাদাগিরি করছে ভারত, তাই সম্পর্কে অবনতি’, মালদ্বীপ বিতর্কে খোঁচা চিনের]
এদিনের বৈঠকে লোকসভার একদফা প্রস্তুতি সেরে ফেলেছে বিজেপি। জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকেই দেওয়াল লেখা শুরু করতে হবে। বিস্তারক কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। ১২, ২৩ ও ২৮ তারিখ সব বুথে অনুষ্ঠান করতে হবে। ২৮ জানুয়ারি রাজ্যের সমস্ত বুথে হবে ‘মন কি বাত’। ১৪ জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তি দিন সেবার কাজ করতে হবে। ৪২টি লোকসভা কেন্দ্রের কমিটির সদস্য কারা হবেন, তাঁদের নাম জমা দিতে হবে ১৬ জানুয়ারির মধ্যে। বিধানসভা ভিত্তিক কমিটি জমা দেওয়া হবে ২২ফেব্রুয়ারি মধ্যে। যাঁরা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছে তাঁদের সঙ্গে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে যোগাযোগ করতে হবে। এর পাশাপাশি লোকসভা নির্বাচনের জন্য ১০১ কমিটি তৈরি করেছে বিজেপি।