shono
Advertisement

দত্তপুকুর বিস্ফোরণ: ‘IC কি ঘুমোচ্ছিলেন?’, মন্ত্রিসভার বৈঠকে প্রশ্ন ‘ক্ষুব্ধ’ মুখ্যমন্ত্রীর

প্রশাসনের ভূমিকায় 'অসন্তুষ্ট' মুখ্যমন্ত্রী।
Posted: 05:46 PM Aug 28, 2023Updated: 06:28 PM Aug 28, 2023

সুদীপ রায়চৌধুরী: খাদিকুল, মহেশতলার পর দত্তপুকুর। একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ‘বিরক্ত’ মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভায় ক্যাবিনেট বৈঠকে তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন বলে সূত্রের খবর। খাদিকুল বিস্ফোরণের পরই সবুজ বাজির ক্লাস্টার তৈরিতে জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশও দিয়েছিলেন। একইসঙ্গে এলাকায় কী ঘটছে না ঘটছে তা জানতে থানার আইসি-ওসিদের নিয়মিত জনসংযোগের পরামর্শ দিয়েছিলেন রাজ্যের পুলিশমন্ত্রী। কিন্তু তারপরেও দত্তপুকুরের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটায় ফের একবার প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

Advertisement

সূত্রের খবর, এদিন ক্যাবিনেট বৈঠকে বাজি কারখানায় বিস্ফোরণ সংক্রান্ত আলোচনা হয়। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, বৈঠকে মমতা প্রশ্ন করেন, “ওখানকার আইসি কি কিছুই জানতেন না? তিনি কী করছিলেন? ঘুমোচ্ছিলেন?” এরপরই তাঁকে সাসপেন্ড করার নির্দেশ দেন বলেও খবর। উল্লেখ্য, দত্তপুকুরের আইসি এবং নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরাকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। সূত্রের দাবি, বাজি কারখানা নিয়ে প্রশাসনের ভূমিকায় খুশি নন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: বিধানসভা থেকে সোজা ভবানীভবন, ‘ভয় পাই না’, CID জিজ্ঞাসাবাদের পর মন্তব্য নওশাদের]

উল্লেখ্য, এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভাতেও পুলিশের একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। পুলিশের একাংশ ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ করেছিলেন তিনি। এবার ক্যাবিনেটেও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। 

[আরও পড়ুন: ‘হয় মামলা প্রত্যাহার করুন, না হলে খারিজ করব’, হাই কোর্টে ভর্ৎসিত শুভেন্দু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement