shono
Advertisement

চক্রান্তের অভিযোগ, সন্দেশখালিতে হামলার ঘটনায় এবার হাই কোর্টে ED

আক্রান্ত হওয়ার পর কেন ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর? এই প্রশ্ন করেছেন তাঁরা। আগামিকাল মামলার শুনানি।
Posted: 12:38 PM Jan 10, 2024Updated: 02:21 PM Jan 10, 2024

গোবিন্দ রায়: সন্দেশখালিতে হামলার ঘটনায় এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ইডি। আক্রান্ত হওয়ার পর কেন ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর? এই প্রশ্ন করেছেন তাঁরা। আগামিকাল মামলার শুনানি।

Advertisement

গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে সন্দেশখালি। রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছেন ইডি আধিকারিকরা। প্রাণ হাতে নিয়ে পালিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিকে ইডির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে খবর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার হাই কোর্টের দ্বারস্থ ইডি। ইডির কথায়, রেশন দুর্নীতির মামলায় তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েন তাঁদের অফিসাররা। উলটে তাঁদের বিরুদ্ধেই পুলিশ করেছে বলে শোনা যাচ্ছে।

[আরও পড়ুন: পাখির চোখ লোকসভা, পশ্চিম মেদিনীপুরের নেতাদের নিয়ে আজ কালীঘাটে বৈঠক মমতার]

ইডির দাবি, তাঁদের তরফে বসিরহাট কোর্টেও খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু সেখানে কোনও এফআইআর কপি যায়নি। ওয়েবসাইটেও আপলোড করা হয়নি। এদিকে পুলিশ প্রতিদিন ইডি অফিসে গিয়ে কোন কোন অফিসার সেদিন গিয়েছিল সেই খোঁজ নিচ্ছে বলে অভিযোগ। তাঁদের আশঙ্কা ফের হেনস্থা করা হতে পারে আধিকারিকদের। এর পরিপ্রেক্ষিতেই মামলা দায়েরর অনুমতি চায় ইডি। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার শুনানি।

[আরও পড়ুন: ইডি গেলেই জনবিস্ফোরণ হবে, বললেন মন্ত্রী শোভনদেব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement