shono
Advertisement

ED at Aranya Bhawan: রেশন দুর্নীতির তদন্তে অরণ্যভবনে ইডি হানা, বনদপ্তরের অফিস ঘিরল কেন্দ্রীয় বাহিনী

রেশন দুর্নীতিতে বর্তমানে হেফাজতে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
Posted: 01:24 PM Dec 19, 2023Updated: 02:27 PM Dec 19, 2023

অর্ণব আইচ ও বিধান নস্কর: এবার সল্টলেকের অরণ্যভবনে ইডি হানা। বনদপ্তরে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। বনদপ্তরের অফিসটি ঘিরে ফেরা হয়েছে কেন্দ্রীয় বাহিনীতে।  

Advertisement

রেশন দুর্নীতি মামলায় জড়িত সন্দেহে অক্টোবর মাসে গ্রেপ্তার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। বর্তমানে হেফাজতে রয়েছেন তিনি। এদিকে দুর্নীতির শিকড়ে পৌঁছতে মরিয়া ইডি। মঙ্গলবার দুপুর ১ টা বেজে ৭ টা নাগাদ অরণ্যভবনে যান ইডির আধিকারিকরা। সোজা চলে যান নতলায়। সেখানেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘর। বনমন্ত্রীর ঘরে চলছে তল্লাশি। ২০২১ পর্যন্ত খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয়। পরে বদলি হয়ে বনমন্ত্রী হন। ইডির দাবি, বনমন্ত্রী হওয়ার পর অরন্যভবন থেকে দুর্নীতিমূলক কার্যকলাপ করেছেন তিনি। সেই কারণেই তল্লাশি। 

[আরও পড়ুন: মোদি-মমতার বৈঠকের দিন বিধায়কদের নিয়ে শুভেন্দুর কর্মসূচিতে ‘নারাজ’ সুকান্ত! প্রকাশ্যে অন্তর্কলহ]

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে ইডি। সেখানে নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত বাকিবুর রহমানের। চার্জশিটে দাবি করা হয়েছে,  মন্ত্রীর হাত ধরেই সরকারি কোষাগার থেকে ৪৫০ কোটি ৩১ লাখ টাকা যায় তাঁর ঘনিষ্ঠ ব‌্যবসায়ী বাকিবুর রহমানের সাজানো ভুয়ো কৃষকদের অ‌্যাকাউন্টে। বাকিবুর তাঁর সংস্থার ৫০ জন কর্মীকে কৃষক হিসাবে দেখিয়েই অ‌্যাকাউন্ট খোলেন। ধান কেনাবেচার নামে ওয়েস্ট বেঙ্গল এসেনসিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশন লিমিটেডের তহবিল থেকে ৪৫০ কোটি ৩১ লাখ টাকা পাঠানো হয় ওই ভুয়ো অ‌্যাকাউন্টগুলিতে। 

 

[আরও পড়ুন: Bhangar Murder: সামান্য অশান্তির জেরে বউদিকে কুপিয়ে খুন! পুলিশের জালে ‘গুণধর’ দেওর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement