সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র বাড়িতে টানা ১৫ ঘণ্টা তল্লাশি চালাল এনফোর্স ডিরেক্টরেট (ED)। শনিবার সকাল ছ’টা নাগাদ সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় এজেন্সির একটি প্রতিনিধি দল। তাঁদের জিজ্ঞাসাবাদ চলে গভীর রাত পর্যন্ত। সব মিলিয়ে প্রায় ১৫ ঘণ্টা চলে তল্লাশি অভিযান।
সুজয়কৃষ্ণ ভদ্র (Sujoy Krishna Bhadra) ওরফে ‘কালীঘাটের কাকু’র দাবি, এদিন তল্লাশি অভিযানে বিশেষ কিছুই পাইনি ইডি। শুধু কিছু কাগজপত্র এবং একটি মোবাইল বাজেয়াপ্ত করেছেন ইডি কর্তারা। সুজয়কৃষ্ণ ভদ্র স্পষ্ট দাবি করছেন, তাঁর সম্পত্তি বিশেষ নেই। তিনি বলছেন,”আমার সম্পত্তি বলতে এই একটা বাড়ি। আরেকটা পৈত্রিক বাড়ি। আর ফ্রেজারগঞ্জের কাছে একটা ১০ কাঠা জমি আছে। আমি সেটার এক পঞ্চমাংশ অংশীদার। সব ওদের জানিয়েছি।
[আরও পড়ুন: টকে গিয়েছে একটি মাত্র দইয়ের ভাঁড়! বাংলাদেশের বিয়েবাড়িতে লড়াইয়ে জখম ১৫]
এদিন সকালে নিয়োগ দুর্নীতি কাণ্ডেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। যদিও কালীঘাটের কাকু এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এদিন কোনও মন্তব্য করতে চাননি। দীর্ঘ তল্লাশি অভিযান নিয়ে তাঁর মন্তব্য,”সবার আইডি কার্ড। সব মিলিয়ে ৪০০ কাগজে তিনজন সই করেছেন। তাতেই ৬ ঘণ্টা সময় চলে গেল। দেখেছে গোটা বাড়ি। একটা মোবাইল এবং কিছু কাগজ নিয়ে গিয়েছে। আমি সবরকম সহযোগিতা করেছি, পরেও করব।”
[আরও পড়ুন: কলকাতা থেকে আগরতলা মাত্র ৬ ঘণ্টায়! ঢাকা ছুঁয়ে চালু হচ্ছে নতুন রেলপথ]
উল্লেখ্য, অভিষেকের জিজ্ঞাসবাদের দিন ইডির নিশানায় ছিল বেহালা ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। শনিবারই সাতসকালে একযোগে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার ১০টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। সকাল থেকে রাত পর্যন্ত এই তল্লাশি অভিযান চলে। এদিন ইডির একটি টিম সকালে যায় সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে। আরেকটা টিম যায় দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের যুব তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য জ্ঞানানন্দ সামন্তের বাড়িতে। এই বিষ্ণুপুর বিধানসভা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। যার সাংসদ অভিষেক।