shono
Advertisement
SIR

এসআইআর গাফিলতিতে শাস্তির হুঁশিয়ারি মাইক্রো অবজার্ভারদের, চার বিশেষ পর্যবেক্ষকও নিয়োগ কমিশনের

এসআইরের কাজে নিযুক্ত মাইক্রো অবজার্ভারদের সতর্ক করে নির্দেশিকা জারি কমিশনের।
Published By: Kousik SinhaPosted: 09:25 PM Jan 10, 2026Updated: 09:33 PM Jan 10, 2026

নব্যেন্দু হাজরা: রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে উঠছে একাধিক অভিযোগ! কোথাও বৈধ ভোটারের নাম নেই! আবার কেউ জীবিত থেকেও কমিশনের খসড়া ভোটার তালিকায় 'মৃত'। প্রশ্নের মুখে কমিশন। যা নিয়ে বারবার সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় এসআইআর প্রক্রিয়ার কাজে নজরদারি এবং স্বচ্ছতা আনতে আরও চারজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন। এর আগে এসআইআরের কাজের জন্য একজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছিল কমিশন। বসানো হয়েছিল সুব্রত গুপ্তকে। জানা গিয়েছে, তাঁর সঙ্গে এই চারজন কাজ করবেন। অন্যদিকে এসআইরের কাজে নিযুক্ত মাইক্রো অবজার্ভারদের সতর্ক করে নির্দেশিকা জারি করেছে কমিশন।

Advertisement

এসআইআর প্রক্রিয়া চলাকালীন মাইক্রো অবজার্ভারদের একাংশের কাজ নিয়ে গাফিলতির অভিযোগ উঠছে। এরপরেই জারি করা নির্দেশিকায় আধিকারিকদের কড়া বার্তা দেওয়া হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে, দায়িত্ব পালনে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে। এমনকী কাজের কোথাও অবহেলা প্রমাণিত হলে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলেও কার্যত হুঁশিয়ারি কমিশনের।

গত কয়েকদিনে একাধিকবার শাসকদল তৃণমূলের তরফে এসআইআরে প্রক্রিয়াগত একাধিক প্রক্রিয়াগত ত্রুটি তুলে ধরেন। তাৎপর্যপূর্ণভাবে আজ শনিবারই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে এসআইআর শুনানি পর্বে একাধিক ত্রুটির অভিযোগ জানিয়েছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর অভিযোগ, যে পদ্ধতিতে শুনানি চলছে, তা ত্রুটিযুক্ত। অবিলম্বে এই পদ্ধতি বন্ধ হোক। এমনকী শুনানিপর্বে পর্যবেক্ষক বা মাইক্রো অবজ়ার্ভারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে এই দিন এসআইআরের কাজে আরও গভীর নজরদারি চালাতে আরও চার বিশেষ পর্যবেক্ষককে নিয়োগ করল কমিশন। এই নতুন চার আধিকারিকের নাম হল ডক্টর শৈলেশ, রতন বিশ্বাস, সন্দীপ রেওয়াজি রাঠোর, বিকাশ সিং।

কমিশনের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, চারজনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অর্থাৎ সিইও দপ্তর থেকেই কাজ করবেন। এসআইআর কাজ পর্যবেক্ষণ করবেন। এমনকী প্রয়োজনে পরিস্থিতি তদারকি করতেও যেতে পারেন চার বিশেষ পর্যবেক্ষন। এছাড়াও রয়েছে আরও কিছু কাজ। যদিও তার আগে আগামী মঙ্গলবার জরুরি পর্যায়ের বৈঠক হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। এরপরেই কাজে নেমে পড়বেন আধিকারিকরা। পাশাপাশি এদিন ফের মাইক্রো অবজার্ভারদের কাজ মনে করিয়ে দিয়ে কড়া বার্তা দিয়েছে কমিশনের দপ্তর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে উঠছে একাধিক অভিযোগ!
  • ইতিমধ্যে এই বিষয়ে বারবার সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
  • এসআইআর প্রক্রিয়ার কাজে নজরদারি এবং স্বচ্ছতা আনতে আরও চারজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন।
Advertisement