shono
Advertisement
Amrit Bharat Express

কাশী যাত্রা এবার আরও সহজ, সস্তা! ভোটমুখী বঙ্গে শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত ঘোষণা রেলের 

জানুয়ারিতেই নয়া এই ট্রেনের উদ্বোধন হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে।
Published By: Kousik SinhaPosted: 08:24 PM Jan 10, 2026Updated: 08:35 PM Jan 10, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বাঙালি কি শুধু দিঘা-পুরীই যেতে পছন্দ করে? সমাজমাধ্যমের মিডিয়ার ফিডই বলে দিচ্ছে বারাণসীর প্রতিও বাঙালির একটা আলাদা আকর্ষণ তৈরি হয়েছে! গঙ্গার আরতি দেখাই হোক বা কুয়াশা ছিঁড়ে নৌকাভ্রমণ, বারাণসীতে ভ্রমণকারীর সংখ্যা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে ভ্রমণ পিপাসু বাঙালির জন্য বঙ্গ বিধানসভা ভোটের আগে মোদি সরকারের এক বিশেষ উপহার। কম সময়ে ও সস্তায় এবার বারাণসী ভ্রমণ হাতের মুঠোয়। বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের পর একগুচ্ছ অমৃত ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা। যার মধ্যে একটি চলবে শিয়ালদহ এবং বারাণসীর মধ্যে। যা খবর, চলতি মাস অর্থাৎ জানুয়ারিতেই নয়া এই ট্রেনের উদ্বোধন হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে।

Advertisement

তার আগে আজ শনিবার ভারতীয় রেলের তরফে শিয়ালদহ-বারাণসী এক্সপ্রেসের টাইমটেবিল ঘোষণা করা হয়েছে। রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ কোচের ট্রেনটি শিয়ালদহ থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় ছাড়বে। বারাণসী পৌঁছাবে পরের দিন সকাল ৭টা ২০ মিনিটে। অন্যদিকে বারাণসী থেকে ট্রেনটি ছাড়বে রাত ১০ টা ১০ মিনিটে। শিয়ালদহ পৌঁছাবে পরের দিন সকাল ৯টা ৫৫ মিনিটে। তবে সপ্তাহে প্রত্যেকদিন মিলবে না। রেলের দেওয়া নয়া টাইমটেবিল অনুযায়ী, সপ্তাহে মাত্র তিনদিনই পাওয়া যাবে। শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে সোমবার, বুধবার ও শনিবার। বারাণসী থেকে ট্রেনটি ছাড়বে রবিবার, মঙ্গলবার ও শুক্রবার করে।

দীর্ঘ যাত্রাপথে শিয়ালদহ-বারাণসী এক্সপ্রেসের স্টপেজ মাত্র ছয়টি। শিয়ালদহ থেকে দাঁড়ানোর পর প্রথমে ট্রেনটি দাঁড়াবে দুর্গাপুর, আসানসোল, মুধুপুর, জসিডি, পাটনা এবং পণ্ডিত দিন দয়াল উপাধ্যায় স্টেশনে। বারাণসী থেকে ছাড়ার পরেও একইভাবে এই স্টেশনগুলিতেই স্টপেজ মিলবে বলে রেলের তরফে। তবে ভাড়া কত হবে তা এখনও স্পষ্ট নয়। যদিও বন্দে ভারত এক্সপ্রেসের তুলনায় অনেকটাই সস্তা হবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গ থেকেও এদিন একাধিক ট্রেনের ঘোষণা করা হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আলিপুরদুয়ার থেকে একটি অমৃত ভার‍ত এক্সপ্রেস চলবে পানভেল স্টেশন মুম্বই পর্যন্ত। আরেকটি ট্রেন চলবে আলিপুরদুয়ার-বেঙ্গালুরু পর্যন্ত। এছাড়াও আরও বেশ কয়েকটি নতুন ট্রেন উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশন থেকে চালু হচ্ছে। আর এখানে প্রশ্ন উঠছে, ভোটের আগেই কেন একগুচ্ছ নয়া ট্রেনের ঘোষণা? এবারের নির্বাচন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। আর সেই কারণে রেলকে হাতিয়ার করেই ভোট বৈতরণী পার করার চেষ্টা বিজেপির! 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের পর একগুচ্ছ অমৃত ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা।
  • যার মধ্যে একটি চলবে শিয়ালদহ এবং বারাণসীর মধ্যে।
  • জানুয়ারিতেই নয়া এই ট্রেনের উদ্বোধন হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে।
Advertisement