shono
Advertisement

ভুয়ো ডিরেক্টর মামলা: OC-কে তলবের পরই FIR দায়ের, তদন্তের নির্দেশ হাই কোর্টের

এফআইআর দায়ের করার পর হেয়ার স্ট্রিট থানার ওসিকে আদালতে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Posted: 04:40 PM Feb 09, 2024Updated: 04:55 PM Feb 09, 2024

গোবিন্দ রায়: প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে প্রতারণা ও ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta HC) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কড়া অ্যাকশন! হেয়ার স্ট্রিট থানার ওসিকে আদালতে তলবের পরই তড়িঘড়ি এফআইআর দায়ের হল। আর তার পরই এই মামলায় তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ অনুযায়ী এই মামলার সমস্ত নথিপত্র নিয়ে তদন্ত শুরু করবে ইডি (ED)।

Advertisement

ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় গোড়া থেকেই অত্যন্ত কড়া ভূমিকা গ্রহণ করেন বিচারতি গঙ্গোপাধ্যায়। এই মামলার তদন্ত ইডিকে দেওয়ার পক্ষে তিনি। সেইমতো আইনের পথে হেঁটে নির্দিষ্ট এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল হেয়ার স্ট্রিট থানাকে। কিন্তু তাঁর সময়সীমা অনুযায়ী এফআইআর (FIR) না হওয়ায় ক্ষুব্ধ হন বিচারপতি। বৃহস্পতিবার রাত ১০টায় এজলাসে হাজির হয়ে হেয়ার স্ট্রিট থানার ওসিকে তলব করা হয়। শুক্রবার বিকেল সাড়ে ৩টে নাগাদ তাঁকে হাজিরা দিতে বলা হয়।

[আরও পড়ুন: ‘রিভাবার জন্যই সংসার ভেঙেছে! ছেলের মুখ দেখি না’, বিস্ফোরক জাদেজার বাবা]

হাই কোর্টে SFIO জানায়, ”দুপুর ২ টো নাগাদ আমরা হেয়ার স্ট্রিট থানায় গিয়েছিলাম। অভিযোগপত্র দিয়েছি। থানা থেকে বলা হয়েছে, কলকাতা হাই কোর্টের নির্দেশনামার কপি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির পরে FIR দায়ের করার বিষয়টি বিবেচনা করা হবে।” রিপোর্ট জমা দেওয়ার জন্য একদিন সময় চান SFIO। ক্ষুব্ধ বিচারপতি জানান, ”কোনও কথা শুনতে চাই না। ১০ মিনিটের মধ্যে রিপোর্ট চাই।” এসবের পরই নড়েচড়ে বসে হেয়ার স্ট্রিট (Hare Street) থানা। এফআইআর দায়ের হয়। ওসিকেও আদালতে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হলেও তিনি হাই কোর্টে যান। 

[আরও পড়ুন: পরিবারের পছন্দের পাত্রকে বিয়েতে রাজি হতেই প্রেমিকাকে কুড়ুলের কোপ! পলাতক প্রেমিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement