shono
Advertisement
Kolkata News

খাস কলকাতায় বৃদ্ধের তথ্য জাল করে ২ কোটি ঋণ! গুজরাট থেকে গ্রেপ্তার 'মাস্টারমাইন্ড' 

ঘটনায় মোট গ্রেপ্তার ৪।
Published By: Subhankar PatraPosted: 10:06 AM Jan 09, 2026Updated: 01:24 PM Jan 09, 2026

অর্ণব আইচ: পঁচাত্তর বছরের বৃদ্ধার নামে ঋণ নিয়ে প্রতারণা! দুই কোটি টাকা প্রতারণার অভিযোগে লালবাজারের গোয়েন্দাদের হাতে গুজরাট থেকে গ্রেপ্তার এক। আগেই কলকাতা (Kolkata) থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ঘটনায় মোট গ্রেপ্তার ৪। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার চিৎপুর থানা এলাকায়। ধৃতদের জেরা করে ঘটনার মূলে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা।

Advertisement

বিষয়টি ঠিক কী? চিৎপুরের এক বৃদ্ধের নাম ব্যাঙ্ক থেকে ২ কোটি টাকার লোন নেন গুজরাট (Gujarat) থেকে গ্রেপ্তার জয়ন্ত ঘোষ ও তাঁর শাগরেদরা। কিন্তু বৃদ্ধ বা বৃদ্ধাকে কোনও ব্যাঙ্ক ঋণ দেয় না। তাহলে কী করে লোন মঞ্জুর হল? ধৃতরা বৃদ্ধের জাল নথি ও দলিল জমা দেয় ব্যাঙ্কে। তারপর ২ কোটি টাকা ঋণ মঞ্জুর হয়। টাকা হাতিয়ে নেন চক্রের সদস্যরা। এদিকে ব্যাঙ্কে ঠিকমতো টাকা বা ইএমআই জমা হচ্ছিল না। বৃদ্ধের বাড়িতে যান ব্যাঙ্কের কর্মীরা। আকাশ থেকে পড়েন বৃদ্ধ ও তাঁর পরিবারের সদস্যরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বৃদ্ধের পরিবার জানান, তাঁরা কোনও লোন নেননি।

এরপরই আইনজীবী অর্মত্য দের সাহায্যে পরিবারটি উত্তর কলকাতার (Kolkata) চিৎপুর থানায় অভিযোগ দায়ের করে। মামলার তদন্তভার যায় লালবাজারের গোয়েন্দাদের হাতে। তারপরই পুলিশ ওই প্রতারণা চক্রের তিনজনকে গ্রেপ্তার করে। কিন্তু মামলার মাস্টারমাইন্ড জয়ন্ত ঘোষ পলাতক ছিলেন। গোয়েন্দারা জানতে পারেন, দেশের বিভিন্ন রাজ্যে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। সম্প্রতি তদন্তকারীরা জানতে পারেন গুজরাটে গা ঢাকা দিয়ে রয়েছেন জয়ন্ত। সেখানেই নতুন জালিয়াতি চক্র তৈরি করছেন। মোবাইলের সূত্র ধরে তাঁকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। ধৃতদের হেফাজতে নিয়ে ঘটনার মূলে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পঁচাত্তর বছরের বৃদ্ধার নামে ঋণ নিয়ে প্রতারণা! দুই কোটি টাকা প্রতারণার অভিযোগে লালবাজারের গোয়েন্দাদের হাতে গুজরাট থেকে গ্রেপ্তার এক।
  • আগেই কলকাতা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ঘটনায় মোট গ্রেপ্তার ৪।
  • ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার চিৎপুর থানা এলাকায়।
Advertisement