নিরুফা খাতুন: জোড়া উৎসবের দিন বিপত্তি। আনন্দপুরের নোনাডাঙা হেলথ সেন্টারের সামনে একটি প্লাস্টিকের গুদামে বিকেলে অগ্নিকাণ্ডের (Fire) ঘটনায় ছড়াল চাঞ্চল্য। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আরও ২ টি কারখানায়। কালো ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫ টি ইঞ্জিন। কিন্তু দাহ্য পদার্থে গুদাম ভরতি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, এলাকাটি ঘন জনবসতিপূর্ণ। আতঙ্কিত আশেপাশের বাসিন্দারা।
শুক্রবার দুপুরে নোনাডাঙা হেলথ সেন্টারের সামনে এক প্লাস্টিকের (Plastic)গুদাম থেকে আচমকা গলগল করে ধোঁয়া বেরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকলে। প্রথমে ৪টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু দাহ্য পদার্থ ছড়িয়ে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ে। কারখানার পাশে প্লাস্টিকের বর্জ্য থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান। সেখান থেকেই পার্শ্ববর্তী তিনটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
[আরও পড়ুন: সরস্বতী পুজোর সকালে আচমকা নিজের কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন গান]
জানা গিয়েছে, এদিন সাধারণতন্ত্র দিবস উপলক্ষে গুদাম বন্ধ ছিল। কোনও কর্মী ছিলেন না। তাই বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়েছে ব্যাপক। দমকলের ৫টি ইঞ্জিন শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পকেট ফায়ার কোথাও কোথাও রয়েছে এখনও। আশপাশের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে দমকল বাহিনীর তরফে। কিন্তু কীভাবে আগুন লাগল, তা অজানা। দমকলের তরফে তদন্ত করা হবে বলে খবর। এমন বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যায়নি।