সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মতলায় দাউদাউ করে জ্বলছে খাবারের দোকান। তার ফলে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা। অগ্নিকাণ্ডের খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।

জানা গিয়েছে, ধর্মতলার প্রাণকেন্দ্রে জনপ্রিয় বিরিয়ানির দোকানের পাশে খাবারের দোকানে আগুন লেগে যায়। গলগল করে কালো ধোঁয়া বেরতে থাকে দোকান থেকে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের ২টি ইঞ্জিনের তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।
যে সময় আগুন লাগে, সেই সময় দোকান বন্ধ ছিল। বন্ধ ওই দোকানে কীভাবে আগুন লাগল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের ফলে আগুন লেগে গিয়েছে। তবে আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই দমকল পৌঁছয়। তাই আশেপাশের দোকানে তা ছড়িয়ে পড়েনি। তবে ওই দোকানটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে ছাই গিয়েছে দোকানের ভিতরে থাকা সামগ্রী। এই ঘটনার ফলে ধর্মতলার ব্যস্ত রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। একে তো শনিবার সকাল থেকেই মেট্রো সময়মতো চলছে না বলেই অভিযোগ। তার মাঝে আবার ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ জায়গায় যানচলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হন অনেকেই।