সামনে সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনার আগেই অবশ্য মহার্ঘ গাঁদা। শীতের মরশুমে তাপমাত্রার হেরফেরের ফলেই ফুল উৎপাদন ব্যাহত হয়েছে বলে ফুল বিশেষজ্ঞ ও ফুলচাষিরা জানিয়েছেন।
সরস্বতী পুজোয় গাঁদাফুলের চাহিদা বেড়ে যায়। তাছাড়া ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস, এইসব দিনে গাঁদার চাহিদা থাকে। এবার সরস্বতী পুজো এগিয়ে এসেছে। শুক্রবার ২৩ জানুয়ারি। নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজো একই দিনে পড়েছে। তার আগেই ফুলবাজারে গাঁদার দাম একলাফে তিনগুণ দাম বেড়ে গিয়েছে। কোলাঘাট পাইকারি বাজার থেকে হাওড়া মল্লিকঘাটে ফুলবাজারে গাঁদা ঢুকতেই দাম আকাশছোঁয়া হয়ে যাচ্ছে।
সাধারণত কমলা গাঁদার প্রতিকেজি দাম থাকে ১৫ থেকে ২০ টাকা। সেখানে এখন ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লাল গাঁদা। হলুদ গাঁদার চাহিদা সরস্বতী পুজোয় বেশি থাকে। সেখানে হলুদ গাঁদার দামও এখন প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকা করে বিক্রি হচ্ছে। অথচ সাধারণ সময়ে এর দাম ৫০ থেকে ৬০ টাকার মধ্যে থাকে। গাঁদার পাশাপাশি চেরিরও মূল্যবৃদ্ধি হয়েছে।
এবার বড় কোনও দুর্যোগ ছিল না। শীতে বৃষ্টিও হয়নি। ফলে ফুলচাষ এবার ভালো হয়েছে। বাজারে ফুলের জোগানও রয়েছে। তবু ফুলবাজারে মূল্যবৃদ্ধি ঠেকানো যাচ্ছে না। ২০-২৫ টাকা কেজি রজনীগন্ধা এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে। মল্লিকঘাট ফুলবাজার থেকে শহর ও শহরতলিতে ফুল সরবরাহ করা হয়। পাইকারি ফুলবাজারে অগ্নিমূল্যের আঁচ খুচরো বাজারেও এসে পড়েছে।
চিনা গাঁদা, যার দাম ৩৫ থেকে ৪০ টাকার মধ্যে থাকে প্রতিকেজি। তার দাম এখন ৬০ থেকে ৭০ টাকা। সরস্বতী পুজোয় চেরি ফুলেরও চাহিদা থাকে। এক কেজি চেরি ফুলের দাম ৫০ টাকা। সেখানে ১২০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চেরি। ক্রেতাদের বক্তব্য, সরস্বতী পুজোর আগেই ফুলের দাম এতটাই বেড়ে গিয়েছে। পুজোর দিন তাহলে কী হবে? এবার সরস্বতী পুজো ও নেতাজির জন্মদিন একই দিনে পড়েছে। গাঁদাফুলের চাহিদা আরও বেশি থাকবে। স্বাভাবিকভাবে দাম আরও বেড়ে যাবে।
সারা বাংলা ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়েক বলেন, "এই সময় গাঁদাফুলের চাহিদাটা বেশি থাকে। তাই দাম একটু বেড়ে যায়। তার উপর বিয়ের মরশুমও শুরু হচ্ছে। এই সময় গোলাপ, রজনীগন্ধার দামও বেশি থাকে। তবে এবার ফুলের জোগান খুব ভালো থাকায় মূল্যবৃদ্ধি সেই হারে হবে না বলে আশা করা যাচ্ছে। যদিও খুচরো বিক্রেতারা মনে করছেন পুজোর দিনে এই দাম দ্বিগুণ হয়ে যাবে। ফলে এবার বাগদেবীর আরাধনায় পকেটে লক্ষ্মীর টান পড়তে পারে।
