অর্ণব আইচ: মাদক পাচার ও গ্রহণ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে কড়া নজরদারি চলছে। কলকাতা বিমানবন্দরে মাদক-সহ গ্রেপ্তার হয়েছিলেন এক বিদেশি নাগরিক। সম্প্রতি ধৃতকে সাজা শোনাল আদালত। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে মাদক-সহ গ্রেপ্তার করা হয়েছিল। বারাসত আদালতে ধৃতকে দোষী সাব্যস্ত করে সাজা শোনাল হল। ধৃতকে ১০ বছরের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এছাড়াও একলক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরে গোপন সূত্রে খবর পেয়ে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আধিকারিকরা নজরদারি বাড়িয়েছেন। এক বিদেশি নাগরিককে দেখে সন্দেহ হয়েছিল নিরাপত্তারক্ষীদের। ওই মহিলা যাত্রীকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিনিসপত্র তল্লাশি করতেই বেরিয়ে পড়ে বিপুল পরিমাণ মাদক। ওই মহিলা যাত্রীকে গ্রেপ্তার করে এনসিবি। ধৃতের নাম ডেভিড ব্লেসিংস।
ওই মহিলা যাত্রীর থেকে ২০টি এলএসডি কাগজ ও ১২ গ্রাম কোকেন উদ্ধার হয়। বাজারে ওই মাদকের দাম অনেক বলেই খবর। প্রাথমিক জেরার পরে ওই বিদেশিনীকে গ্রেপ্তার করা হয়। ধারাবাহিক জেরা শুরু হয়। উত্তর ২৪ পরগনার বারাসত আদালতে শুরু হয় ওই মামলার শুনানি। সম্প্রতি সেই শুনানিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছে আদালত। ১০ বছরের সাজা দেওয়া হয়েছে। এছাড়াও এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে পাঁচ মাসের আরও কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
