shono
Advertisement
Gulshan Colony

সরকারি কাজ করতে গিয়ে আক্রান্ত পুরকর্মীরা! গুলশন কলোনিতে দুষ্কৃতী 'তাণ্ডব', ক্ষুব্ধ মেয়র

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
Published By: Paramita PaulPosted: 07:34 PM May 05, 2025Updated: 07:34 PM May 05, 2025

স্টাফ রিপোর্টার: সরকারি কাজ করতে গিয়ে আক্রান্ত পুরকর্মীরা! সোমবার কসবার গুলশন কলোনিতে ধারালো অস্ত্র নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে। যদিও এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ। ঘটনায় ক্ষুব্ধ পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম কড়া ব্যবস্থার আশ্বাস দেন। তাঁর কথায়, ওঁদের গায়ে হাত পড়া মানে আমার গায়ে হাত দেওয়া।

Advertisement

গুলশন কলোনিতে নিকাশি ব্যবস্থার কাজ চলছিল। প্রায় ১২ কোটি টাকা খরচে পাঁচ কিলোমিটার রাস্তায় কাজ করা হচ্ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পুরকর্মীরা যখন কাজ করছিলেন সেই সময় একদল দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়। সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি টাকাও চাওয়া হয় বলে অভিযোগ। বস্তা ভর্তি বোমা, ধারালো অস্ত্র নিয়ে ওই এলাকায় তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত হন পুরসভার শ্রমিকরা। ভাঙচুর করা হয় পুরসভার জেসিবি। দুষ্কৃতীদের তাণ্ডবের সিসি ফুটেজ প্রকাশ্যে আসতে চাঞ্চল্য ছড়ায়।

ইতিমধ্যে আনন্দপুর থানায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআর করেছে পুরসভার নিকাশি বিভাগ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন কাউন্সিলর। এই ঘটনার প্রেক্ষিতে পুরমন্ত্রী তথা মেয়র জানিয়েছেন, "ওঁদের গায়ে হাত দেওয়া মানে আমার গায়ে হাত দেওয়া। অবিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম সাজার ব্যবস্থা করা হবে।"

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সরকারি কাজ করতে গিয়ে আক্রান্ত পুরকর্মীরা!
  • কসবার গুলশন কলোনিতে ধারালো অস্ত্র নিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে।
  • ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে।
Advertisement