shono
Advertisement
HS Result 2025

মেধাতালিকায় প্রথম দশে রাজ্যের ৭২, প্রথম বর্ধমানের রূপায়ণ পাল

মেধাতালিকায় প্রথম দশে রাজ্যের ৭২ পড়ুয়া।
Published By: Tiyasha SarkarPosted: 01:19 PM May 07, 2025Updated: 02:29 PM May 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় আজ ৭ মে প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল (HS Result 2025)। সাড়ে ১২টায় বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে ফল (WBCHSE HS Result 2025) ঘোষণা করলেন সংসদ সভাপতি। এবারও কলকাতাকে টেক্কা জেলার। মেধাতালিকায় প্রথম দশে রাজ্যের ৭২ পড়ুয়া। স্কুল থেকে আজই পাওয়া যাবে মার্কশিট এবং সার্টিফিকেট। একনজরে দেখে নিন মেধাতালিকায় কে কে রয়েছে।

Advertisement

সম্ভাব্য প্রথম: রূপায়ণ পাল, বর্ধমান সিএমএস হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৪৯৭। 

সম্ভাব্য দ্বিতীয়: তুষার দেবনাথ, বক্সিরহাট হাই স্কুল কোচবিহার। ৪৯৬।

সম্ভাব্য তৃতীয়: রাজর্ষি অধিকারী, আরামবাগ হাই স্কুল। প্রাপ্ত নম্বর ৪৯৫।  

সম্ভাব্য চতুর্থ: শ্রীজিতা ঘোষাল, সোনামুখী বালিকা বিদ্যালয়, বাঁকুড়া। প্রাপ্ত নম্বর ৪৯৪। 

সম্ভাব্য পঞ্চম: বীরেশ ঘোষ, রামকৃষ্ণ বিদ্যাভবন, পশ্চিম মেদিনীপুর। প্রান্তিক গঙ্গোপাধ্যায়, আরামবাগ হাই স্কুল, হুগলি। তন্ময় পতি, সোনারপুর বিদ্যাপীঠ হাই স্কুল, দক্ষিণ ২৪ পরগনা। ঋদ্ধিত পাল, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউট, পূর্ব বর্ধমান। কুন্তল চৌধুরী, ভাতার এমপি হাই স্কুল, পূর্ব বর্ধমান। ঐশিকী দাস, মণীন্দ্রনাথ হাই স্কুল, কোচবিহার। প্রাপ্ত নম্বর ৪৯৩। 

সম্ভাব্য ষষ্ঠ- রৌণক গড়াই, শ্রী অরবিন্দ বিদ্য়ামন্দির, হুগলি। আরাফত হোসেন,মুক্তাপুর হাই স্কুল, হুগলি। চয়ন দাস কবিরাজ, সাঁইথিয়া টাউন হাই স্কুল, বীরভূম। জয়দীপ পাল, মেমারি ভি এম ইনস্টিটিউশন, পূ্র্ব বর্ধমান। পরান্তাপ মুখোপাধ্যায়, নব নালন্দা শান্তিনিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বীরভূম। দেবদত্তা মাঝি, কাটোয়া ডিডিসি গার্লস হাই স্কুল, পূর্ব বর্ধমান। রূপাঞ্জন সরকার, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল, উত্তর ২৪ পরগনা। অয়ন কুণ্ড, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, বাঁকুড়া। প্রাপ্ত নম্বর- ৪৯২।

সম্ভাব্য সপ্তম: অনুষ্কা শর্মা, আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল, আলিপুরদুয়ার। সৈয়দ মহম্মদ তমজিদ, রহিমপুর নবগ্রাম হাই স্কুল, হুগলি। অঙ্কন নন্দী, গোঘাট হাই স্কুল, হুগলি। তন্ময় হালদার, ছাত্র নন্দলাল ইনস্টিটিউড, হুগলি। শিল্পা গোস্বামী,ভেদুয়াশোল হাই স্কুল, বাঁকুড়া। শুভম পাল, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, পূ্র্ব বর্ধমান। প্রিয়াঙ্কা বর্মন, নগর ডাকলিগঞ্জ হাই স্কুল, কোচবিহার। জয়িশী ঘোষ, এগরা ঝটুলাল হাই স্কুল, পূর্ব মেদিনীপুর। বর্ণিতা হাজরা, এগরা স্বর্ণময়ী গার্লস হাই স্কুল, পূর্ব মেদিনীপুর। মহম্মদ সাজিদ হোসেন, হাওড়া গার্লস হাই স্কুল, হাওড়া। কোয়েল গোস্বামী, কচুয়া বাওয়ালমারি হাই স্কুল, জলপাইগুড়ি। মোট প্রাপ্ত নম্বর- ৪৯১।

সম্ভাব্য অষ্টম: জ্য়োতির্ময় দত্ত, ফালাকাটা হাই স্কুল, আলিপুরদুয়ার। তথাগত রায়, পাঠভবন, কলকাতা। রাজদীপ শাসমল, কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল, হুগলি। অভ্রদীপ বেরা, মহেশ রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, হুগলি। ঋতম মান্না, বাঁকুড়া জেলা স্কুল, বাঁকুড়া। দেবজিৎ রায়, বাঁকুড়া বাংলা বিদ্যালয়, বাঁকুড়া। অনুভব মণ্ডল, নব নালন্দা শান্তিনিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বীরভূম। কৃষ্টি সরকার, মণীন্দ্রনাথ হাই স্কুল, কোচবিহার। লিনা দাস, মণীন্দ্রনাথ হাই স্কুল, কোচবিহার। তিস্তা বেরা, রঘুনাথবাড়ি রাম তারক হাই স্কুল, পূ্র্ব মেদিনীপুর। নবমিতা কর্মকার, উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়, উত্তর ২৪ পরগনা। অদৃজ গুপ্ত, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা। ওম কুণ্ডু, সারদা বিদ্যাপীঠ, দক্ষিণ ২৪ পরগনা। রফিদ রানা লস্কর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দক্ষিণ ২৪ পরগনা। অঙ্কিত চক্রবর্তী, বেহালা হাই স্কুল, দক্ষিণ ২৪ পরগনা। শ্রেষ্ঠা মুখোপাধ্যায়, শ্রী রামকৃষ্ণ শিশুতীর্থ হাই স্কুল, হুগলি। প্রাপ্ত নম্বর- ৪৯০।

সম্ভাব্য নবম: সৌরভ বেরা, ঝাড়গ্রাম কে কে ইনস্টিটিউশন, ঝাড়গ্রাম। বীপ্রদীপ জানা, কিশোরনগর শচিন্দ্র শিক্ষাসদন, পূর্ব মেদিনীপুর। সৌম্য সুন্দর রায়, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, মেদিনীপুর। অঙ্কুর ঘোষ, নিমতলা হাই স্কুল, মুর্শিদাবাদ। জিষ্ণু ঘোষ, মহেশ শ্রী আশ্রম বিদ্যালয়, হুগলি। নজফার রহমান, রামপুরহাট জিতেন্দ্রনাথ বিদ্যাভবন, বীরভূম। সায়ক বিশ্বাস, চাকদহ রামলাল একাডেমি। সত্যম বণিক, কোচবিহার রামভোলা হাই স্কুল, কোচবিহার। অদৃজা জানা, তাজপুর হাই স্কুল, পূর্ব মেদিনীপুর। পবিত্র মণ্ডল, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির, দক্ষিণ ২৪ পরগনা। অর্ক মণ্ডল, বসিরহাট হাই স্কুল, বসিরহাট। তনয় টিকাদার, অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল, উত্তর ২৪ পরগনা। অনিক বারুই, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, (ওন্দা)। অনীশ বারুই,নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, (ওন্দা)। সৌনক বন্দ্যোপাধ্যায়,টাকি হাউজ মাল্টিপারপাস হাই স্কুল, টাকি। শ্রীজিতা দত্ত, বেথুন কলেজিয়েট স্কুল, কলকাতা। সপ্তর্ষি পাঁজা, অঙ্কুরহাটি হাই স্কুল, হুগলি। প্রাপ্ত নম্বর-৪৯৮।

সম্ভাব্য দশম: মৌসুমী পাল, মুরলিগঞ্জ হাই স্কুল, দার্জিলিং। কৌরব বর্মন,বলপুর হাই স্কুল, দক্ষিণ দিনাজপুর। সাগ্নিক পাত্র, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, পশ্চিম মেদিনীপুর। শ্রীপর্ণা মণ্ডল, পানশুলি হাই স্কুল, পশ্চিম মেদিনীপুর। অর্ক বন্দ্য়োপাধ্যায়, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, পূর্ব বর্ধমান। সর্বজিৎ সাহা, আরামবাগ হাই স্কুল, হুগলি। অদৃশা সামন্ত, রামনগর নুট বিহারি পালচৌধুরী হাউই স্কুল,হুগলি। দ্বীপ অধিকারী, বোলপুর। মৌমিতা মণ্ডল, আড়াইডাঙা ডিবিএম অ্যাকাডেমি, মালদহ। অভিষেক দাস, কান্দি রাজ হাই স্কুল, মুর্শিদাবাদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবারও কলকাতাকে টেক্কা জেলার।
  • মেধাতালিকায় প্রথম দশে রাজ্যের ৭২ পড়ুয়া।
  • স্কুল থেকে আজই পাওয়া যাবে মার্কশিট এবং সার্টিফিকেট।
Advertisement