shono
Advertisement
Mamata Banerjee

'নজরদারি চলছে, আজই মৃতদের পরিবার ফিরবে কলকাতায়', পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর

পহেলগাঁও হামলায় মৃতদের মধ্যে রয়েছেন বাংলার ৩জন।
Published By: Tiyasha SarkarPosted: 11:57 AM Apr 23, 2025Updated: 04:40 PM Apr 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলায় মৃতদের মধ্যে রয়েছেন বাংলার ৩জন। বুধবার রাতেই বিমানে কলকাতা ফিরবেন তাঁদের পরিবারে সদস্যরা, এক্স হ্যান্ডেলে জানালেন মুখ্যমন্ত্রী বন্দ্য়োপাধ্যায়। বললেন, গোটা পরিস্থিতির উপর ব্যক্তিগতভাবে উনি নিজে নজর রাখছেন। আশ্বাস দিয়েছেন নিহতদের পরিবারের পাশে থাকার।

Advertisement

 

মঙ্গলবার দুপুরে জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। মৃত্যু হয়েছে ২৬ জনের। ঘটনার পরই এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, "কাশ্মীরের পহেলগাঁওয়ে নিষ্ঠুর জঙ্গি হামলা আমাকে স্তম্ভিত করেছে। যারা স্বজন হারিয়েছেন, সেই পরিবারগুলির প্রতি আমার গভীর সহমর্মিতা। কোনওভাবেই যেন দোষীরা ছাড় না পেয়ে যায়, সেটা নিশ্চিত করতে হবে।" বুধবার সকালে কাশ্মীরে মৃত বাংলার তিনজনের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লি থেকে এদিন সন্ধ্যে সাড়ে আটটা নাগাদ কলকাতা বিমান বন্দরে পৌঁছবেন মৃতদের পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, কাশ্মীরে মৃত বাংলার তিনজন হলেন, বৈষ্ণবঘাটার বিতান অধিকারী, বেহালার সমীর গুহ ও পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্র। মঙ্গলবার রাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে বিতানের টালিগঞ্জের বাড়িতে পৌঁছে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনিও সবরকমভাবে পরিবারের পাশে থাকার বার্তা দেন। ফোনে বিতানের স্ত্রীর সঙ্গে কথা বলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। বুধবার সকালে মৃত সমীর গুহর বাড়িতে যান মেয়র ফিরহাদ হাকিম। সেখান থেকে কেন্দ্রকে নিশানা করেন তিনি। আশ্বাস দেন মৃতদের পরিবারের পাশে থাকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁও হামলায় মৃতদের মধ্যে রয়েছেন বাংলার ৩জন।
  • বুধবার রাতেই বিমানে কলকাতা ফিরবেন তাঁদের পরিবারে সদস্যরা, এক্স হ্যান্ডেলে জানালেন মুখ্যমন্ত্রী বন্দ্য়োপাধ্যায়।
  • লিখেছেন, গোটা পরিস্থিতির উপর ব্যক্তিগতভাবে উনি নজর রাখছেন। আশ্বাস দিয়েছেন নিহতদের পরিবারের পাশে থাকার।
Advertisement