অর্ণব আইচ: ফের বেআইনি অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বৃহস্পতিবার গভীর রাতে বিহার এসটিএফ ও খুটাউনা পুলিশের সঙ্গে খুটাউনা এলাকায় একটি মোটর গ্যারাজে অভিযান চালায় রাজ্য এসটিএফ। সেখান থেকে ২৪টি ৭এমএম পিস্তল-সহ বন্দুক তৈরির একাধিক সরঞ্জাম ও মেশিন উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি, খুটাউনা এলাকারই এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় এসটিএফ। বাড়িতে বন্দুক তৈরির ছোট কারখানার হদিশ পেয়েছে পুলিশ।
পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, বিহারের খুটাউটা এলাকায় বেআইনি বন্দুক তৈরির ছোট কারাখানা চলছে। সেই মতো একটি বিশেষ দল গঠন করে অভিযান চালানো হয়। কিষান অটো পার্টস নামে এক দোকানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ইশতেয়াক আলম, ইফতিকার আলম, রাজকুমার চৌধুরী নামের তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ইশতিকার ও ইফতিকর বিহারের মধুবনী জেলার, খুটাউটার বাসিন্দা। রাজকুমার মুঙ্গেরের বাসিন্দা।ঘটনাস্থল থেকে ২৪টি ৭এমএম পিস্তলের বডি, ২৪টি ৭এমএম পিস্তলের ব্যারেল ও ৩টি ৭এমএম পিস্তলের স্লাইডার উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি লেদার মেশিন, মাইলিং মেশিন, গ্রিডিং মেশিন, ওয়েলডিং মেশিন ও দুটি ড্রিলিং মেশিন উদ্ধার করা হয়েছে। এছাড়াও বন্দুক তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে ওই গ্যারাজ থেকে।
একইভাবে গোপন সূত্রে খবর পেয়ে রাজকুমার শাহ নামে ২২ বছর বয়সি যুবকের বাড়িতে অভিযান চালায় বিশেষ দল। রাজকুমার বাড়িতে ছোট কারখানা তৈরি করেছিলেন বলে অভিযোগ। তার বাড়ি থেকে ৭এমএম পিস্তলের ২৪টি বাট, একটি মাইলিং মেশিন , গ্রিডিং মেশিন, ড্রিলিং মেশিন উদ্ধার হয়েছে।
বেআইনি অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণের কাঁচামাল উদ্ধার হয়েছে তাঁর বাড়ি থেকে। রাজকুমারকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আদালতে তুলে হেফাজতের নেওয়ার আবেদন জানানো হয়েছে।