সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৫ বছরে পা দিল যাদবপুর সম্মিলিত বালিকা বিদ্যালয়। ১৯৫১ সালের ১ লা জানুয়ারি স্থাপিত হয়েছিল এই বিদ্যালয়। সাড়ে সাত দশক পেরনোর মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয়েছে বর্ষব্যাপী উদযাপনের। গত ৬ জানুয়ারি যা শুরু হল তা চলবে ২০২৫ সালের ২৪ ডিসেম্বর পর্যন্ত।
উদ্বোধনী সঙ্গীত, গীতি-আলেখ্য, ছাত্রীদের একক সঙ্গীত ও শ্রুতি নাটক 'আজব সভা'... নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছে ৭৫ বছরের উদযাপন। বিদ্যালয়ের প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার শুভানুধ্যায়ী মানুষেরা প্রভাত ফেরিতে অংশগ্ৰহণ করেছেন, সুর মিলিয়েছেন প্রাণে প্রাণে, গানে গানে। পরবর্তী সময়ে প্রকাশিত হবে পত্রিকা।
আরও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারা বছর ধরেই উদযাপিত হবে বিদ্যালয়ের মাইলফলক পেরনোর বছরটি। যাদবপুর সম্মিলিত বালিকা বিদ্যালয় কেবল মাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নয়। এ যেন এক সফল স্বপ্নের মূর্তিমান বিগ্ৰহ। ১৯৪৭ সালে দেশভাগের পর যেসব লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিলেন তাঁদেরই মধ্যে মিশে ছিলেন এই বিদ্যালয় গড়ার কারিগরেরা।
বিদ্যালয়ের এই দীর্ঘ পথ চলায় ছাত্রী,শিক্ষিকা অভিভাবক ও এলাকার শুভানুধ্যায়ী মানুষদের অবদান অনস্বীকার্য। নারীশিক্ষা বিস্তারের যে মহতী উদ্দেশ্য নিয়ে এই বিদ্যালয় গড়ে উঠেছিল আজ তা সাফল্যের শিখরে। শিল্প, সঙ্গীত, বিজ্ঞানচর্চার পাশাপাশি ক্রীড়াজগৎ ও আত্মরক্ষার অনুশীলনে সম্মিলিতর কন্যারা আজ সমান পারদর্শী। ২০২২ সালে ইয়ুথ পার্লামেণ্টে কলকাতা জেলার মধ্যে প্রথম স্থান অধিকার বিদ্যালয়ের মুকুটে নতুন পালক সংযোজন। এবার বিদ্যালয়ের ৭৫ বছর উপলক্ষে একাধিক অনুষ্ঠানও সকলের মন জয় করতে চলেছে।