shono
Advertisement
Baghajatin

বাঘাযতীনে হেলে পড়া ফ্ল্যাট: হরিয়ানা থেকে পুলিশের জালে ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্ণধার

ধৃত অভিষেক নাগরার সংস্থাকে হেলে পড়া বহুতলটি সোজা করার দায়িত্ব দেওয়া হয়েছিল।
Published By: Sucheta SenguptaPosted: 11:50 AM Feb 03, 2025Updated: 12:01 PM Feb 03, 2025

নিরুফা খাতুন: বাঘাযতীনের হেলে পড়া ফ্ল্যাট বিপর্যয়ের ঘটনায় এবার গ্রেপ্তার ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্ণধার। হরিয়ানা থেকে অভিষেক নাগরা নামে ওই ব্যক্তিকে সোমবার সকালে গ্রেপ্তার করেছে নেতাজি নগর থানার পুলিশ। অভিষেকের সংস্থাই বাঘাযতীনের হেলে পড়া ওই ফ্ল্যাটটিকে সোজা করার দায়িত্ব নিয়েছিল। তবে তাতে কাজের কাজ হয়নি। উলটে আরও হেলে বড়সড় বিপর্যয় নেমে এসেছে বাসিন্দাদের জীবনে। কেন কাজে এমন গাফিলতি? কারা কাজের দায়িত্ব দিয়েছিল, সমস্ত খুঁটিয়ে জানতে অভিষেককে ট্রানজিট রিমান্ডে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ।

Advertisement

গত ১৪ জানুয়ারি বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির একটি বহুতল হেলে বিপর্যয় ঘটে। জানা যায়, ফ্ল্যাটটি আগেই হেলে গিয়েছিল। তা প্রোমোটারকে জানানোর পর তিনি নাকি বহুতল সোজা করার জন্য হরিয়ানার এক সংস্থাকে দায়িত্ব দিয়েছিলেন। তারা তো কাজ করতে পারেইনি, উলটে বিপদ বেড়েছে বলে অভিযোগ তুলেছিলেন বাসিন্দারা। ঘটনার দিন দুই পর এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এনিয়ে ক্ষোভ উগরে দেন মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট। পুরসভাকে না জানিয়ে প্রোমোটার পাকামি করেছেন। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ, পুরসভার অনুমতি না নিয়ে হরিয়ানার কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে এসব করেছে। গাড়ি ওঠানোর যন্ত্র দিয়ে বিল্ডিং সোজা করার চেষ্টা হয়েছে।” আর তাতে বিপদ বেড়েছে বলে ফিরহাদের দাবি। তাঁর মতে, হরিয়ানার ওই সংস্থা কলকাতার মাটির প্রকৃতি বুঝতে পারেনি। পাথুরে মাটি ভেবে লিফটিংয়ের কাজ শুরু করেছিল।

সূত্রের খবর, এই বিপর্যয়ের পর থেকে পলাতক ছিল ওই সংস্থার কর্ণধার অভিষেক নাগরা। তাঁর সন্ধানে তল্লাশি চালায় নেতাজি নগর থানার পুলিশ। শেষমেশ হরিয়ানা থেকেই গ্রেপ্তার হয় অভিষেক। এর আগে প্রোমোটার সুভাষ রায়কে বকখালি থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তিনি এখনও পুলিশ হেফাজতেই রয়েছেন। এবার জালে লিফটিংয়ের কাজ করা অভিষেক নাগরা। ট্রানজিট রিমান্ডে হরিয়ানা থেকে নিয়ে এসে সোমবার তাঁকে আদালতে পেশ করা হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাঘাযতীনে হেলে পড়া ফ্ল্যাট কাণ্ডে গ্রেপ্তার আরও এক।
  • হরিয়ানা থেকে নেতাজি নগর পুলিশের হাতে ধৃত অভিষেক নাগরা।
  • তাঁর সংস্থাকে হেলে পড়া বহুতলটি সোজা করার দায়িত্ব দেওয়া হয়েছিল।
Advertisement