shono
Advertisement

Breaking News

সীমান্তে উড়ল সবথেকে বড় পতাকা, তেরঙ্গা আলোর সাজ হাওড়া স্টেশনেও

স্বাধীনতা দিবসের প্রস্তুতি গোটা দেশ জুড়ে। The post সীমান্তে উড়ল সবথেকে বড় পতাকা, তেরঙ্গা আলোর সাজ হাওড়া স্টেশনেও appeared first on Sangbad Pratidin.
Posted: 08:51 PM Aug 13, 2017Updated: 03:21 PM Aug 13, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  হাতে মাত্র একটা দিন। আগামী মঙ্গলবার ভারতের একাত্তরতম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে গোটা দেশে এখন উৎসবের আমেজ। দিল্লিতে সেজে উঠছে লালকেল্লা, সংসদ ভবন। একই ছবি শহর কলকাতাতেও। স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিবর্ণরঞ্জিত আলোকসজ্জায় সেজে উঠেছে হাওড়া স্টেশন।

Advertisement

[১৯৪৭-এ প্রথম উত্তোলিত জাতীয় পতাকা এখন কোথায় জানেন?]

দেখতে দেখতে আরও একটা স্বাধীনতা দিবস চলে এল। স্বাধীনতা দিবস উপলক্ষে উৎসবের  ছোঁয়া লেগেছে শহর কলকাতায়। স্বাধীনতা দিবসের দিন রেড রোডে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ যেমন হয়, তেমনই শহরের বিভিন্ন সৌধ, গুরুত্বপূর্ণ ভবন সেতুকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়। এবারও তার ব্যক্তিক্রম হয়নি। স্বাধীনতা দিবসের আগে আলো ঝলমলে হাওড়া স্টেশন নজর কেড়েছে শহরবাসীর।  জাতীয় পতাকার তিন রঙের আলোয় সাজিয়ে তোলা হয়েছে গোটা স্টেশনটিকে।

[স্বাধীনতা দিবসে জাতীয় সংগীত গাইবেন না, ফতোয়া মৌলবির]

তবে শুধু কলকাতায় নয়ই, স্বাধীনতা দিবসের আনন্দে এখন মাতোয়ারা গোটা দেশ। রবিবার পাঞ্জাবের ওয়াঘা সীমান্তে ফের উড়ল ভারতের দীর্ঘতম জাতীয় পতাকা। গত মাস তিনেক ধরে পতাকাটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বাধীনতা দিবসের ঠিক আগেই পতাকা উদ্ধার করেন অমৃতসরের প্রশাসনিক কর্তারা। এদিন ওয়াঘা সীমান্তে যথাযোগ্য মর্যাদায় ৩৬০ মিটার উচু একটি স্তম্ভের উপর ফের পতাকাটি উত্তোলন করা হয়। ওয়াঘা সীমান্তে উত্তোলিত ভারতের দীর্ঘতম এই জাতীয় পতাকাটি পাকিস্তানের লাহোর থেকেও দেখতে পাওয়া যায়।

The post সীমান্তে উড়ল সবথেকে বড় পতাকা, তেরঙ্গা আলোর সাজ হাওড়া স্টেশনেও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার