নিরুফা খাতুন: শহিদ মিনারে সভামঞ্চ থেকে বুধবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে হেনস্তার অভিযোগ তুলেছিলেন। অভিষেক দাবি করেছিলেন সারদা মামলায় ধৃত কুণাল ঘোষ এবং মদন মিত্রকে জোর করে তাঁর নাম নিতে চাপ দেওয়া হয়। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে পেশের আগে অভিষেকের দাবিতেই যেন সিলমোহর দিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জোর করে চাপ দিয়ে নেতাদের নাম বলতে বাধ্য করছে বলেই বিস্ফোরক দাবি তাঁর।
জেল হেফাজত শেষে বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। আদালতে পেশের সময় বেশ স্বাভাবিকই মনে হয় কুন্তলকে। সাংবাদিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রসঙ্গ তুলে হুগলির প্রাক্তন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে প্রশ্ন করেন। জবাবে বিস্ফোরর দাবি করেন কুন্তল। বলেন, “জোর করে নেতাদের নাম বলানোর চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এজেন্সি বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে।”
[আরও পড়ুন: দেশে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজারের বেশি, উদ্বেগ বাড়তেই নয়া নির্দেশিকা WHO’র]
কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এমন অভিযোগ বারবারই তোলেন তৃণমূলের নেতা-মন্ত্রী। অভিষেকও বুধবার একই অভিযোগে সুর চড়ান। তার ঠিক চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই কুন্তলের বিস্ফোরক দাবি নিয়ে স্বাভাবিকভাবে সর্বত্র জোর হইচই শুরু হয়েছে। যদিও রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, কুন্তল ঘোষ এসব মন্তব্য করে অযথা বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদিকে, ২৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে কুন্তলকে।
দেখুন ভিডিও: