shono
Advertisement

Breaking News

Nawsad Siddique

'বন্দিদের শারীরিক শান্তি মিলছে না, দু-একদিন যদি...', এ কী বললেন নওশাদ!

নওশাদের প্রস্তাব শুনে রীতিমতো থতমত খেয়ে গেলেন কারামন্ত্রী।
Published By: Tiyasha SarkarPosted: 11:43 AM Dec 04, 2024Updated: 01:48 PM Dec 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলবন্দিদের নিয়ে প্রশ্নোত্তর পর্বে বেফাঁস নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। বললেন, জেলে আত্মীয়দের সঙ্গে দেখা করলে বন্দিরা মানসিক শান্তি পান। কিন্তু শারীরিক শান্তি মেলে না। শারীরিক শান্তি দিতে কিছু পদক্ষেপের প্রস্তাব দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ। শুনে রীতিমতো থতমত খেয়ে গেলেন কারামন্ত্রী। বিধানসভায় উঠল হাসির রোল।

Advertisement

মঙ্গলবার বিধানসভা অধিবেশন চলাকালীন নিজের বন্দিদশার কথা স্মরণ করেন নওশাদ সিদ্দিকি। এর পরই বন্দিদের কিছু বলতে চান বলে জানান তিনি। বলেন, "জেলবন্দিরা সপ্তাহে একদিন আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পান। তাতে তাঁদের মানসিক শান্তি মেলে। কিন্তু সদ্য বিবাহিত বা যারা দীর্ঘদিন ধরে বন্দি তাঁদের ক্ষেত্রে শারীরিক শান্তি মিলছে না। সেই কারণেই কারা দপ্তরকে কিছু ভাবনা চিন্তার কথা বললেন নওশাদ।" এই প্রশ্নের জবাব কী দেবেন বুঝে উঠতে পারেননি কারামন্ত্রী।

এর পরই নিজের বক্তব্যের সপক্ষে নওশাদ বলেন, "রাজ্য সরকার দাবি করে তারা অনেক দৃষ্টান্ত স্থাপন করেছে। অনেকের স্বামী বা স্ত্রী জেলে আছে। তাঁদের একান্তে সময় কাটানোর সুযোগ দেওয়া হোক। এই ব্যবস্থা করুক রাজ্য।" এ প্রসঙ্গে বলতে গিয়ে জেলবন্দি মহিলাদের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টাও তুলে ধরেছেন নওশাদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জেলবন্দিদের নিয়ে প্রশ্নোত্তর পর্বে বেফাঁস নওশাদ সিদ্দিকি।
  • বললেন, জেলে আত্মীয়দের সঙ্গে দেখা করলে বন্দিরা মানসিক শান্তি পান। কিন্তু শারীরিক শান্তি মেলে না। শারীরিক শান্তি দিতে কিছু পদক্ষেপের প্রস্তাব দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ।
  • শুনে রীতিমতো থতমত খেয়ে গেলেন কারামন্ত্রী। বিধানসভায় উঠল হাসির রোল।
Advertisement