shono
Advertisement

নিউটাউনের সাপুরজি আবাসনে তথ্যপ্রযুক্তি কর্মীকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ৩ পূর্বপরিচিত

পার্টিতে মদ্যপানের পর গণধর্ষণ করা হয় বলেই অভিযোগ।
Posted: 04:46 PM Oct 07, 2023Updated: 04:57 PM Oct 07, 2023

দিশা ইসলাম, নিউটাউন: কামদুনি গণধর্ষণ ও খুন কাণ্ডে কলকাতা হাই কোর্টে রদ ফাঁসির সাজা। ওই রায় নিয়ে বিভিন্ন মহলে চলছে জোর তরজা। তারই মাঝে নিউটাউনে তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণের অভিযোগ। মাদক দ্রব্য পান করিয়ে সাপুরজি আবাসনে গণধর্ষণ করা হয় বলেই অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার ৩।

Advertisement

সাপুরজি আবাসনে শুক্রবার রাতে পার্টি ছিল। বন্ধুদের সঙ্গে সেখানেই মদ্যপান করেন ওই তথ্যপ্রযুক্তি কর্মী। অভিযোগ, ওই তরুণীকে গণধর্ষণ করা হয়। শনিবার সকালে টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। এই ঘটনায় তিন আইটি কর্মীকে গ্রেপ্তার করা হয়।

[আরও পড়ুন: ‘যেখানে বলবেন দেখা করব’, কলকাতায় এসে চ্যালেঞ্জ সাধ্বীর, ‘রাজভবনের সামনে আসুন’, পালটা অভিষেকের]

ধৃতরা হল কৃষ্ণলাল রায়, জয়কিম এবং রাহুল সরকার। ধৃতদের মধ্যে একজন এন্টালি এবং অপর দুজনকে নিউটাউন এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে। টেকনো সিটি থানায় ওই তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে। নির্যাতিতা তরুণী এবং ধৃতরা একই সংস্থার কর্মী। প্রত্যেকে একে অপরের পূর্বপরিচিত। চেনা পরিচিতির সুযোগেই ওই যুবকেরা তরুণীকে গণধর্ষণ করে বলেই অভিযোগ।

[আরও পড়ুন: সিকিমের হড়পা বানে দেহ ভেসে গেল বাংলাদেশে! কোচবিহার সীমান্তে হস্তান্তর করল BGB]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement