shono
Advertisement

যাদবপুর ছাত্রমৃত্যু: ফেসবুক পোস্টের পর এবার থানায় হাজির সন্দেহভাজন অরিত্র মজুমদার

ছাত্রমৃত্যুর পরের দিন থেকে বেপাত্তা ছিলেন এই ছাত্র নেতা।
Posted: 07:44 PM Aug 22, 2023Updated: 09:02 PM Aug 22, 2023

অর্ণব আইচ: সকালে ফেসবুকে আত্মপক্ষ সমর্থনে লম্বা পোস্ট, সন্ধেয় যাদবপুর থানায় পৌঁছলেন অরিত্র মজুমদার। মঙ্গলবার সন্ধে ৭ টা নাগাদ যাদবপুর থানায় যান ছাত্রমৃত্যুতে সন্দেহভাজন অরিত্র।  এদিকে তৃতীয় বর্ষের ছাত্র রুদ্রকেও তলব করেছে পুলিশ।

Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে এখনও পর্যন্ত গ্রেপ্তার মোট ১৩ জন। এদের মধ্যে অনেকেই প্রাক্তনী। তবে অন্যতম সন্দেহভাজন হিসেবে বারবার যার নাম উঠে আসছিল, সেই অরিত্র মজুমদার ওরফে আলু, ঘটনার পরদিন থেকে তাঁর কোনও খোঁজ মিলছিল না। ঘটনার ১৩ দিন পর মঙ্গলবার আত্মপ্রকাশ করেন ‘আলু’। দীর্ঘ ফেসবুক পোস্টে (Facebook post) নিজের অনুপস্থিতি নিয়ে বিশদে ব্যাখ্যা দেন তিনি। শেষে এও জানান, বাঁশদ্রোনিতে নিজের ফ্ল্যাটেই রয়েছেন, তদন্তে সমস্ত রকম সহযোগিতা করতে প্রস্তুত। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে গোটা ঘটনার তদন্ত এবং যাদবপুর হস্টেল ও ক্যাম্পাস র‍্যাগিং-মুক্ত হোক, তা তিনিও চান। সঙ্গে বেশ কিছু নথিও প্রকাশ করেন তিনি। 

[আরও পড়ুন: মদের আসরে যুবকের যৌনাঙ্গে কোপ ৪ প্রতিবেশীর! তুমুল চাঞ্চল্য রায়গঞ্জে]

এই ফেসবুক পোস্ট নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এর কয়েকঘণ্টার মধ্যেই পুলিশি তলবে যাদবপুর থানার দ্বারস্থ হলেন অরিত্র মজুমদার। থানায় হাসিমুখেই দেখা গিয়েছে তাঁকে। তবে কোনও মন্তব্য করেননি। জানিয়েছেন, বেরিয়ে কথা হবে।      

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement