shono
Advertisement
Jadavpur University

ক্যাম্পাসে আগুন, হাসপাতালে আক্রান্ত উপাচার্য! দফায় দফায় ফের উত্তপ্ত যাদবপুর

রবিবার আন্দোলনের ডাক দিয়েছে এসএফআই-সহ অন্যান্য বাম ছাত্র সংগঠন।
Published By: Amit Kumar DasPosted: 12:30 AM Mar 02, 2025Updated: 01:04 AM Mar 02, 2025

রমেন দাস: অশান্তির আগুন নিভছে না যাদবপুরে। রাতে এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল যাদবপুর ক্যাম্পাসে। তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন ‘শিক্ষাবন্ধু’র অফিসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অন্যদিকে, আহত পড়ুয়াদের দেখতে গিয়ে কেপিসি হাসপাতালে আক্রান্ত হলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত।

Advertisement

শনিবার দফায় দফায় উত্তেজনার পর রাত ৯টা-সাড়ে ৯টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা দেখেন শিক্ষাবন্ধু সমিতির কার্যালয়ে আগুন জ্বলছে। বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা জানা যায়নি। এই ঘটনার নেপথ্যে তৃণমূল বিরোধী কোনও ছাত্র সংগঠন থাকতে পারে সন্দেহ করছেন কেউ কেউ।

অন্যদিকে, এদিন সন্ধ্যা নাগাদ আহত পড়ুয়াকে দেখতে কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। অভিযোগ, সেখানেই হেনস্থার শিকার হন তিনি। উপাচার্যের অভিযোগ, তাঁকে দেখে তেড়ে আসেন একদল পড়ুয়া। রীতিমতো ধাক্কা মারা হয় তাঁকে। ছিঁড়ে দেওয়া হয় পাঞ্জাবি। ওই অবস্থায় হাসপাতালে থাকা বেশ কয়েকজন ছাত্র তাঁকে উদ্ধার করে গাড়িতে তুলে দেন। তাতেও অবশ্য রেহাই পাননি ভাস্করবাবু। তাঁর গাড়ির সামনে চলে আসেন একদল ছাত্র। কোনওমতে সেখান থেকে বেরিয়ে যান উপাচার্য। এই ঘটনা প্রসঙ্গে উপাচার্য বলেন, ''যা কিছু ঘটছে বিশ্ববিদ্যালয়ে, তা অত্যন্ত লজ্জার।'' এদিকে, যাদবপুরে মন্ত্রীর গাড়ি পড়ুয়াদের পিষে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ তুলে রবিবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে এসএফআই-সহ অন্যান্য বাম ছাত্র সংগঠন। সোমবার রাজ্যজুড়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলপন্থী শিক্ষক-অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে সকাল থেকেই উত্তপ্ত ছিল পরিবেশ। এসএফআই ও অন্যান্য বামসমর্থিত ছাত্র সংগঠনের প্রতিনিধিরা দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পোস্টার, ব্যানার হাতে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, এরপর দুপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সভায় ভাষণ দেওয়াকালীন সেখানে ঢুকে চেয়ার ভাঙচুর করে ‘তাণ্ডব’ চালায় বামপন্থী ছাত্রদের কয়েকজন। অনুষ্ঠান শেষে মন্ত্রী বেরনোর সময়ই চরম আঘাতের মুখে পড়তে হয় তাঁকে। গাড়ি ঘিরে ধরে চলে বিক্ষোভ। ইটের আঘাতে গাড়ির কাচ ভেঙে লাগে মন্ত্রীর রক্ষীর গায়ে। আহত হন ব্রাত্য বসুও। এসময় বিক্ষোভের মাঝে গাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে একজন আহত হন, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাতে আগুনে আরও ঘি পড়ে। এর পর বামেদের রাস্তা অবরোধের পালটা মিছিল করে তৃণমূল। এরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ক্যাম্পাসে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অশান্তির আগুন নিভছে না যাদবপুরে।
  • রাতে এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল যাদবপুর ক্যাম্পাসে।
  • ছাত্রকে দেখতে গিয়ে হেনস্তার শিকার উপাচার্যও!
Advertisement