shono
Advertisement
Jadavpur University

এবার যাদবপুর ক্যাম্পাসেই পুলিশ ফাঁড়ি? জায়গা চেয়ে কর্তৃপক্ষকে চিঠি কলকাতা পুলিশের

পুলিশের চিঠির প্রাপ্তিস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী রেজিস্ট্রার।
Published By: Sucheta SenguptaPosted: 03:15 PM Mar 12, 2025Updated: 04:13 PM Mar 12, 2025

রমেন দাস: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এবার পুলিশ? এই সম্ভাবনাই উসকে উঠল এবার। বারবার নানা বিষয় নিয়ে অশান্তির জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মধ্যেই পুলিশ ফাঁড়ি তৈরির জন্য কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হল। কলকাতা পুলিশের পাঠানো সেই চিঠির প্রাপ্তি স্বীকার করেছে কর্তৃপক্ষ। তবে এনিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর। তবে কলকাতা পুলিশের এই চিঠি নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ শৃঙ্খলারক্ষার ভার কর্তৃপক্ষেরই। আইনরক্ষকদের সেখানে প্রবেশ বিতর্কের বিষয়। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরেই কীভাবে পুলিশ ফাঁড়ি তৈরির প্রস্তাব দেওয়া হল? সেই প্রশ্ন উঠেছে।

Advertisement

চলতি মাসের প্রথমে ওয়েবকুপার বার্ষিক সভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে যাদবপুর ক্যাম্পাসে নজিরবিহীন অশান্তি তৈরি হয়। ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবিতে বাম, অতি বাম ছাত্র সংগঠনের সদস্যরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। শিক্ষামন্ত্রীকে বেরতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। পালটা শিক্ষামন্ত্রীকে হেনস্তার অভিযোগ তুলে সরব হন টিএমসিপি সদস্যরাও। সবমিলিয়ে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আক্রান্ত হন উপাচার্য, অধ্যাপকরাও। এরই মাঝে অভিযোগ ওঠে, ছাত্রদের ঘেরাওয়ের মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে যেতে চাইলে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় আহত হন এক ছাত্র।

শুধু এই ঘটনাই নয়, আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নানা কারণে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। কখনও কখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। কিন্তু কোনওভাবেই ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করতে দেননি কোনও উপাচার্য। সেটাই দস্তুর। সাম্প্রতিক ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে 'আজাদ কাশ্মীর', 'ফ্রি প্যালেস্টাইন'-এর মতো স্লোগান লেখা ইস্যুতে স্বতঃপ্রণোদিত হয়ে দেশদ্রোহের মামলা রুজু করেছে পুলিশ। শিক্ষার নামে সেখানে দেশ বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে আশঙ্কা করছেন আইনরক্ষকরা। তার সূত্র ধরেই কাজের সুবিধার কথা জানিয়ে এবার বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুলিশ ফাঁড়ি তৈরির ভাবনা কলকাতা পুলিশের। সেই মর্মে জায়গা চেয়ে চিঠিও পাঠানো হয়েছে কর্তৃপক্ষকে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী রেজিস্ট্রার ডঃ ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ''আমরা কলকাতা পুলিশের একটি মেল পেয়েছি। তারা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আউটপোস্ট করার জন্য জায়গা চেয়েছে। এখন বিষয়টি নিয়ে সবপক্ষের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে। আপাতত এনিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। আমিও এর চেয়ে বেশি কিছু জানি না।'' এখন প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানের নজরদারিতে এবার কি সত্যিই পুলিশকে দেখা যাবে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসেই পুলিশ ফাঁড়ি?
  • জায়গা চেয়ে কর্তৃপক্ষকে চিঠি কলকাতা পুলিশের।
  • যদিও পুলিশের চিঠি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
Advertisement