shono
Advertisement
Jadavpur University

নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য ডেডলাইন বিকেল চারটে, পড়ুয়াদের 'চাপে' অসুস্থ উপাচার্য! ভর্তি হাসপাতালে

ক্যাম্পাসে এসে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বিকেল চারটে পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
Published By: Paramita PaulPosted: 11:50 AM Mar 05, 2025Updated: 01:16 PM Mar 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাম্পাসে এসে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বিকেল চারটে পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এর মাঝেই আচমকা রক্তচাপ বাড়ল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তর। শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর। এরপরই তড়িঘড়ি উপাচার্যকে বাইপাসের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়। বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

শনিবার বিশ্ববিদ্যালয়ে অশান্তির পর থেকেই বাড়িতে ছিলেন উপাচার্য। জানিয়েছিলেন, শরীর ভালো নেই। গত কয়েকদিন ওঠানামা করছিল রক্তচাপ। ভাস্করবাবুর আগেও স্ট্রোক হয়েছে। সেই কথা মাথায় রেখেই যখন রক্তচাপ বাড়তে থাকায় সঙ্গে সঙ্গে চিকিৎসককে ফোন করেন তাঁর স্ত্রী। এদিন বাড়িতে এসে পারিবারিক চিকিৎসক তাঁকে চেক আপ করেন। ডাক্তারই তাঁকে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন। সেই মতো স্বামীকে নিয়ে রওনা দিয়েছেন স্ত্রী। তার আগে তিনি জানান, হাসপাতালে নিয়ে গেলে একজন নিউরোলজিস্ট এবং কার্ডিওলজিস্ট ভাস্করবাবুর চেকআপ করছেন। তারপর তাঁদের পরামর্শ মেনেই ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে উপাচার্যের স্ত্রী কেয়া গুপ্ত, পেশায় চিকিৎসক বলেন, "প্রচণ্ড প্রেসার বেড়ে গিয়েছিল। ভোররাতে অবস্থা ঠিক ছিল না। ওষুধ দিই, তারপর তড়িঘড়ি এই বেসরকারি হাসপাতালে নিয়ে এসেছি। এই মুহূর্তে চিকিৎসা চলছে। হাসপাতালের জরুরি বিভাগে আছেন। অত্যন্ত মানসিক চাপ থেকে এই সমস্যা হচ্ছে। যা ঘটছে, যা হচ্ছে, সেই কারণেই এই চাপ।"

এ প্রসঙ্গে বলে রাখা দরকার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাতভর ধরনা চলেছে। অরবিন্দ ভবনের সামনে বুধবার সকালেও ধরনা চলছে। উপাচার্য ভাস্কর গুপ্তকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার ডেডলাইন বেঁধে দেওয়ার পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে ‘হিট অ্যান্ড রানে’র মামলা দায়েরের দাবি তুলেছেন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, ঘটনার দিন ক্যাম্পাসে ছিলেম উপাচার্য। তাই আজ বিকেল চারটের মধ্যে ক্যাম্পাসে এসে উপাচার্যকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সবমিলিয়ে ফের আন্দোলনের আঁচে পুড়ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এর মাঝেই অসুস্থ হলেন উপাচার্য। যা দেখে ওয়াকিবহাল মহলের দাবি, পড়ুয়াদের ক্রমাগত, হুমকির জেরেই শারীরিক অবস্থার অবনতি হয়েছে ভাস্কর গুপ্তর। অবশ্য কেউ কেউ বলছেন, ডেডলাইন এড়াতেই হাসপাতালের আশ্রয় নিচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্যাম্পাসে এসে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য বিকেল চারটে পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
  • এর মাঝেই আচমকা রক্তচাপ বাড়ল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তর।
  • শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর।
Advertisement