shono
Advertisement
CM Mamata Banerjee

'আলোচনায় বসতে চাই', নবান্নে মেল জুনিয়র ডাক্তারদের, লাইভ স্ট্রিমিংয়ের দাবি এড়িয়ে স্বচ্ছতার কথা

আন্দোলনকারীদের নেতা অনিকেত মাহাতো বার বার জোর দিলেন স্বচ্ছতার উপর। বললেন, '৫ দফা দাবি থেকে সরছি না।'  
Published By: Sucheta SenguptaPosted: 04:54 PM Sep 14, 2024Updated: 05:26 PM Sep 14, 2024

ক্ষীরোদ ভট্টাচার্য: সুর নেমে গেল জুনিয়র ডাক্তারদের। জানিয়ে দিলেন, যে কোনও সময় যে কোনও স্থানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে রাজি তাঁরা। এবার মুখ্যমন্ত্রীর কাছ থেকে সময় চাইলেন আন্দোলনকারীরা। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে তাঁরা জানালেন, মুখ্যমন্ত্রীর আজকের পদক্ষেপ ইতিবাচক। তাঁরা নবান্নে মেল পাঠিয়ে জানিয়েছেন যে বৈঠকে রাজি। তবে এবার লাইভ স্ট্রিমিং প্রসঙ্গ এড়িয়ে আন্দোলনকারীদের নেতা অনিকেত মাহাতো বার বার জোর দিলেন স্বচ্ছতার উপর। বললেন, ৫ দফা দাবি থেকে সরছি না।  

Advertisement

[caption id="attachment_984696" align="aligncenter" width="300"]

নবান্নে মেল করে
আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর সময় চাইলেন জুনিয়র ডাক্তাররা।[/caption]

৩৫ দিনের  মাথায় মুখ্যমন্ত্রীর ধরনামঞ্চে যাওয়া যে আন্দোলনকে স্তিমিত করে দেবে, তেমনটা ভাবা হয়েছিল। যদিও মুখ্যমন্ত্রীর আশ্বাস, অনুরোধের পরও আন্দোলনের রাস্তা থেকে সরে আসার কোনও ইঙ্গিত দেননি জুনিয়র চিকিৎসকরা। নিজেদের মধ্য়ে বৈঠক করে তাঁরা সিদ্ধান্ত জানাবেন বলে সময় নিয়েছিলেন। অবশেষে বিকেলে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, ''মুখ্যমন্ত্রীর আজকের পদক্ষেপ ইতিবাচক। আমরা আলোচনায় বসতে রাজি। যখন, যেখানে উনি সময় দেবেন, সেখানেই যাব। আমরা নবান্নে মেল করে তা জানিয়েছি। অপেক্ষা করছি, কখন নবান্ন থেকে সময় দেওয়া হবে আমাদের।'' 

তিনি আরও জানান, বৈঠকের রাস্তা খোলা হলেও নিজেদের পাঁচ দফা দাবি থেকে সরছেন না আন্দোলনকারীরা। সেই পাঁচ বিষয় নিয়েই কথা হবে। এর পর সাংবাদিকরা তাঁদের লাইভ স্ট্রিমিংয়ের দাবি নিয়ে প্রশ্ন করেন। তাতে অনিকেত মাহাতো জানান, ''স্বচ্ছতার দাবি থেকে সরে আসছি না আমরা।'' অর্থাৎ সরাসরি সম্প্রচারের দাবিতে এখন কিছুটা নমনীয় স্বর আন্দোলনকারীদের। মেলেও তাঁরা 'স্বচ্ছতা' শব্দেই জোর দিয়েছেন। লাইভ স্ট্রিমিংয়ের কথা কোথাও উল্লেখ নেই। প্রসঙ্গত, এই  লাইভ স্ট্রিমিংয়ের দাবিতেই বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক বয়কট করে চলে এসেছিলেন জুনিয়র ডাক্তাররা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুখ্যমন্ত্রীর পদক্ষেপ ইতিবাচক, জানিয়ে আলোচনায় রাজি জুনিয়র চিকিৎসকরা।
  • লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে কিছুটা নরম তাঁরা। জোর দিলেন স্বচ্ছতার উপর।
Advertisement