গোবিন্দ রায়: দিনের বেশিটাই কেটে যায় মামলা শুনতে আর তা নিয়ে পড়াশোনা করতে। কিন্তু তাই বলে কি জীবনে বিনোদন থাকবে না? তা তো থাকতেই হবে। নইলে একটু বিশ্রাম, আরাম হবেই বা কীভাবে? কাজের ফাঁকে তাই সিনেমা দেখতে গিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। একেবারে আমজনতার মতো টিকিট কেটে নন্দনে দেখলেন এখনকার জনপ্রিয় সিনেমা ‘প্রধান’। আর তা দেখে প্রশংসায় ভাসলেন। বৃহস্পতিবার এজলাসেই নিজের সিনেমা দেখার অভিজ্ঞতা শোনালেন তিনি।
বৃহস্পতিবার মামলার শুনানির সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় বলে ওঠেন, ”গতকাল আমি সিনেমা দেখতে নন্দনে গিয়েছিলাম। ‘প্রধান’ সিনেমাটা দেখেছি, ভালো লেগেছে। খুব ভালো সিনেমা” নাম না করে দেবের (Dev) প্রশংসাও করেন তিনি। এও বলেন, নন্দনে লাইন দিয়ে দাঁড়িয়ে ৭০ টাকা দিয়ে টিকিট কেটেছেন। তাঁর কথায়, ”৭০ টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা (Cinema) দেখেছি। টিকিট কাটতে দেখে আধিকারিকরা ছুটে আসেন। আমাকে বলেন, আপনি কেন টিকিট কেটেছেন? আপনার জন্য তো সামনের দিকে বিশেষ সিট আছে। আমি বললাম, টিকিট কাটব না কেন? সব বিচারপতিই টিকিট কাটেন।” এর পর তিনি আধিকারিকদের আরও বলেন, ”আপনাদের যেখানে ইচ্ছা সেখানে দর্শকদের বসাতেই পারেন, তাতে আমার কোনও আপত্তি নেই।”
[আরও পডুন: বাজেটে কল্পতরু মুখ্যমন্ত্রী! লক্ষ লক্ষ সরকারি চাকরি, সিভিক ও চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের ভাতাবৃদ্ধি]
উল্লেখ্য বিচারপতি গঙ্গোপাধ্যায় বেশ সংস্কৃতি মনস্ক। কখনও বইমেলা, কখনও থিয়েটার, কখনও সিনেমার মধ্যে তিনি মাঝেমধ্যেই সময় কাটান। সম্প্রতি বইও লিখেছেন। তা প্রকাশিত হয়েছে কলকাতা বইমেলায়। এছাড়া তাঁর বামপন্থী মতাদর্শের কথাও কারও অজানা নয়। এবার তিনি ‘প্রধান’ সিনেমা দেখে প্রশংসা করলেন। এই ছবিতে সমাজের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, শোষণের কথা উঠে এসেছে। এক সৎ পুলিশ অফিসারের কাজ, লড়াইয়ের কাহিনি ‘প্রধান’। এই অফিসারের চরিত্রে অভিনয় করেছেন দেব। আর ছবি দেখে নিজের ভালো লাগার কথা প্রকাশ্যেই শোনালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।