shono
Advertisement
Abhishek Banerjee

নজরে নবান্ন! ছাব্বিশের আগে রাজ্যজুড়ে 'বিশেষ পর্যবেক্ষণ যাত্রা'য় অভিষেক

WB Assembly Elections: 'উন্নয়নের পাঁচালি' রাজ্যবাসীর ঘরে ঘরে পৌঁছে দেওয়াই যে লক্ষ্য সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
Published By: Sayani SenPosted: 04:35 PM Dec 26, 2025Updated: 05:39 PM Dec 26, 2025

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রণকৌশল স্থির করতে কোমর বেঁধে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত একাধিক কর্মসূচি গ্রহণ করছেন তিনি। যদিও কর্মসূচির নাম কী, তা এখনও ঘোষণা করা হয়নি। সম্ভবত শনিবার সাংবাদিক বৈঠক করে তা ঘোষণা করতে পারেন অভিষেক। তবে 'উন্নয়নের পাঁচালি' রাজ্যবাসীর ঘরে ঘরে পৌঁছে দেওয়াই যে লক্ষ্য সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement

জানা গিয়েছে, আবারও দু'দিন সেবাশ্রয়ের আয়োজন করা হবে। ২৯ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এবং আগামী ৫ জানুয়ারি সাতগাছিয়ায় হবে সেবাশ্রয়। তাতে চিকিৎসা করাতে পারবেন বহু মানুষ। এছাড়া আগামী ২ জানুয়ারি বারুইপুর, ৪ জানুয়ারি বীরভূম, ৭ জানুয়ারি ইটাহার, ৮ জানুয়ারি মালদহ, ১৩ জানুয়ারি কোচবিহার এবং ১৫ জানুয়ারি কাঁথিতে সভা হতে পারে। ওই সভাগুলিতে বিশেষ বক্তা হিসাবে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ওই সভা থেকে দলীয় নেতা-কর্মীদের আরও উজ্জীবিত করে তোলাই লক্ষ্য। বিধানসভা নির্বাচনের আগে ঠিক কোন কোন ইস্যুকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছবে দল, সেই রূপরেখা স্থির করবেন অভিষেক। বলে রাখা ভালো, ২০২১ সালের নির্বাচনের আগে বিজেপির বাংলা বিরোধী প্রচারকে হাতিয়ার করে এগিয়েছিল শাসক শিবির। চব্বিশের নির্বাচনের আগে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে সুর চড়িয়েছিল তৃণমূল। এসআইআর পরবর্তী সময়ে ছাব্বিশের ভোট অনেক বেশি চ্যালেঞ্জিং। এই সময়ে উন্নয়নকে হাতিয়ার করে এগিয়ে যাওয়ার ভাবনা তৃণমূলের। তাই কীভাবে রাজ্যের 'উন্নয়নের পাঁচালি'র প্রচার করা যায়, সেই সংক্রান্ত নীল নকশাও দলীয় নেতা-কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দেবেন অভিষেক। শুক্রবার এবং রবিবার দলের নেতৃত্ব এবং বিএলএ ২-দের সঙ্গে ভারচুয়াল বৈঠক রয়েছে অভিষেকের। ওই বৈঠকে কী বার্তা দেন তিনি, সেদিকেও নজর সকলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছাব্বিশের আগে রাজ্যজুড়ে 'বিশেষ পর্যবেক্ষণ যাত্রা'য় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
  • সম্ভবত শনিবার সাংবাদিক বৈঠক করে তা ঘোষণা করতে পারেন অভিষেক।
  • 'উন্নয়নের পাঁচালি' রাজ্যবাসীর ঘরে ঘরে পৌঁছে দেওয়াই যে লক্ষ্য সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
Advertisement