shono
Advertisement

হেরিটেজ তকমা বজায় রেখেই নতুন পথ চলা শুরু ‘রক্সি’র, সিনেমা হল এবার পুরসভার অফিস

ইতিহাসকে বাঁচিয়ে রাখতে উদ্যোগ কলকাতা পুরসভার।
Posted: 10:02 AM Aug 05, 2022Updated: 10:02 AM Aug 05, 2022

স্টাফ রিপোর্টার: রক্সি সিনেমা হল সংস্কার করে সেখানে অফিস তৈরি করবে পুরসভা। ‘হেরিটেজ’ হওয়ায় সিনেমা হলের বাইরে অবশ‌্য কোনও ধরনের কাজ করা হবে না। প্রয়োজনের জন‌্য কেবলমাত্র সিনেমা হলের ভিতরের অংশে পুরসভার ‌অ‌্যাসেসমেন্ট ও মার্কেট বিভাগের অফিস তৈরি করা হবে। বৃহস্পতিবার পুরসভায় মেয়র পারিষদ বৈঠকে রক্সি সিনেমা হলকে কার্যকরী করে তোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এতদিন পর্যন্ত হেরিটেজ হওয়ায় বিষয়টি নিয়ে জটিলতা ছিল। বিভিন্ন দিক খতিয়ে দেখার পরে হেরিটেজ তকমা অক্ষুণ্ণ রেখে সেটির ভিতরে পুরসভা অফিস তৈরি করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।

Advertisement

ধর্মতলা চৌরঙ্গি প্লেসে রয়েছে ঐতিহ‌্যশালী রক্সি (Roxy Cinema)। সিনেমা হল হিসাবে যাত্রা শুরু করার আগে এটি ছিল অপেরা হাউস। ১৯৪০ সালে এটি সিনেমা হলে রূপান্তরিত হয়। ঐতিহ‌্য এই হলে সিনেমা দেখতে এসেছিলেন সুভাষচন্দ্র বসু। অশোককুমার অভিনীত ‘কিসমত’ সিনেমা দেখতে এসেছিলেন। এই হলে ১০৮ দিন এই সিনেমা চলেছিল। রক্সি হলের সঙ্গে বাঙালির নস্ট্যালজিয়া জুড়ে রয়েছে। ঐতিহ‌্য এই ভবন পুরসভার সম্পত্তি। বেঙ্গল প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডকে সিনেমা হলটি লিজ দিয়েছিল পুরসভা। ৯৯ বছরের চুক্তিতে লিজ দেওয়া হয়েছিল। ২০০৭-২০০৮ সালে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও তৎকালীন পুরবোর্ড রক্সি দখলমুক্ত করতে কোনও উদ্যোগ নেয়নি। তৃণমূল পুরবোর্ড ক্ষমতায় আসার পর বিষয়টি নজরে আসে এবং রক্সি দখলমুক্ত করতে উদ্যোগ নেয়। সেই সময় ওই সংস্থা পুরসভার সঙ্গে পুনরায় চুক্তি করতে চায়। কিন্তু পুরসভার দাবি মতো অর্থ না দিতে নারাজ ওই সংস্থা আদালতে মামলা করেছিল। ২০১৭ সালে ওই মামলার রায় পুরসভার পক্ষ থেকে রক্সি পুনরুদ্ধারের কাজ শুরু হয়। কিন্তু সেই সময় এক সংস্থার দাবি রক্সিতে তিনটি তল ভাড়া নিয়েছেন তিনি।
ফের আটকে যায় রক্সির পুনরুদ্ধারের কাজ। ফিরহাদ হাকিম মেয়র পদে নিযুক্ত হওযার পরই রক্সি পুনরুদ্ধার করা হয়।

[আরও পড়ুন: Partha Chatterjee: এবার নজরে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে-জামাই, দু’জনকেই কলকাতায় তলব ইডির ]

সিনেমা হল ভেঙে সেখানে পুরসভার বিজ্ঞাপন দফতর, অ‌্যাসেসমেন্ট ও বাজার বিভাগের একটা অংশ সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে বিজ্ঞাপন দফতরে অফিস তৈরির কাজ প্রায় শেষের মুখে। চলতি মাসেই রক্সিতে সরছে বিজ্ঞাপন দফতর। এবার সেখানে অ‌্যাসেমেন্ট ও মার্কেট বিভাগের একটি অংশ সরানো হবে। রক্সি হেরিটেজ গ্রেড ২ (এ) অধীনে। ২০০৫ সালে এই ভবন সংস্কার করা হয়েছিল। পুরসভা সূত্রে খবর, বিজ্ঞাপন বিভাগের পর রক্সির ভিতরে অ‌্যাসেসমেন্ট ও মার্কেট দুটি বিভাগের অফিস তৈরি হবে। হেরিটেজ ভবন হওয়াতে এই কাজ আটকে ছিল। এদিন মেয়র পারিষদ বৈঠকে প্রস্তাব পাস হয়েছে। খুব শীঘ্রই অফিস তৈরির কাজ শুরু করতে চলেছে পুরসভা।

[আরও পড়ুন: নকশা বোনায় অসামান্য কৃতিত্ব, জাতীয় পুরস্কার পাচ্ছে বাংলার ‘তন্তুজ’, প্রাপক আরও ৭ তাঁতশিল্পী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement