shono
Advertisement

কলকাতাবাসীর জন্য সুখবর, বড়দিনে বেশি রাত অবধি চলবে মেট্রো, দেখে নিন সময়সূচি

ভিড় এড়াতেই বড় সিদ্ধান্ত।
Posted: 07:49 PM Dec 20, 2022Updated: 07:54 PM Dec 20, 2022

নব্যেন্দু হাজরা: শহরবাসীর জন্য সুখবর। বড়দিনে বাড়ছে মেট্রোর সংখ্যা। ফলে আরও কম সময়ে কলকাতার নানা প্রান্তে পৌঁছে গিয়ে আরও বেশি সময় ধরে ক্রিসমাসের সেলিব্রেশনে মেতে ওঠার সুযোগ পাওয়া যাবে।

Advertisement

এবার বড়দিন রবিবার। ছুটির দিনে এমনিতেই অন্যদিনের চেয়ে একটু দেরিতে শুরু হয় মেট্রো পরিষেবা। কিন্তু বড়দিনের (Merry Christmas 2022) কথা মাথায় রেখে আগামী রবিবার আগেভাগেই শুরু হবে মেট্রো চলাচল। মঙ্গলবার কলকাতা মেট্রো রেলের (Kolkata Metro Railways) তরফে জানানো হয়েছে, রবিবার সকাল ৭টা ৫০ মিনিট থেকে শুরু পরিষেবা। অন্তিম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে।

[আরও পড়ুন: হাঁসখালি গণধর্ষণ ও খুন: দীর্ঘ আইনি লড়াইয়ের পর ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য পেল মৃতার পরিবার]

রবিবার কবি সুভাষ-দক্ষিণেশ্বর লাইনে সাধারণত আপ-ডাউন মিলিয়ে ১৩০টি মেট্রো যাতায়াত করে। কিন্তু ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে চলবে মোট ২০৪টি মেট্রো। ফলে দুটি মেট্রোর মধ্যে কমবে সময়ের ব্যবধানও। ১৫ মিনিটের পরিবর্তে ৮ মিনিট অন্তরই পাওয়া যাবে মেট্রো। তাই যেমন ভিড় এড়ানো যাবে, তেমন দ্রুত পৌঁছনো যাবে গন্তব্যেও। পার্ক স্ট্রিট, ময়দান, বউবাজারের মতো এলাকায় যীশুর জন্মদিনে উপচে পড়ে ভিড়। সে কথা মাথায় রেখেই পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

একনজরে দেখে নেওয়া যাক বড়দিনের মেট্রো পরিষেবার সময়সূচি:
প্রথম মেট্রো
সকাল ৭.৫০ মিনিট: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
সকাল ৭.৫০ মিনিট: দমদম থেকে কবি সুভাষ
সকাল ৭.৫৫ মিনিট: দমদম থেকে দক্ষিণেশ্বর
সকাল ৮.০০ মিনিট: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ

শেষ মেট্রো
রাত ২২.৩৮ মিনিট: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
রাত ২২.৪০ মিনিট: কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
রাত ২২.৫০ মিনিট: দমদম থেকে কবি সুভাষ
রাত ২২.৫০ মিনিট: কবি সুভাষ থেকে দমদম

[আরও পড়ুন: ৫ মাস পর নিজের গড়ে অনুব্রত, ‘দাদা’র জন্য প্রসাদী ফুল-মিষ্টি নিয়ে জেলেই হাজির অনুগামীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement