shono
Advertisement
Kolkata Metro

মেট্রোয় এবার মিলবে QR কোড দেওয়া রিটার্ন টিকিটও, যাত্রী ভোগান্তি কমাতে সিদ্ধান্ত কর্তৃপক্ষের

যত্ন করে রেখে দিন টিকিটটি, ফেরার পথে আর আলাদা করে কাউন্টারে দাঁড়াতে হবে না।
Published By: Sucheta SenguptaPosted: 04:57 PM Jan 24, 2026Updated: 05:01 PM Jan 24, 2026

কলকাতা মেট্রোয় আবার ফিরছে রিটার্ন টিকিট। যাত্রীদের সুবিধার্থে এবার কিউআর কোড দেওয়া টিকিটে এবার ফেরাও যাবে সহজে। ফেরার সময় আর টিকিট কাউন্টারে দাঁড়াতে হবে না। তাতে সময় বাঁচবে। ফলে একবার টিকিট কেটেই নিশ্চিন্তে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। শনিবার এনিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই টিকিটটির মেয়াদ থাকবে দিনভর। একসময়ে মেট্রোয় কাগজের রিটার্ন টিকিট ছিল। কিন্তু পরবর্তী সময়ে টিকিটের বদলে টোকেন এবং তারও পরে কিউআর কোড দেওয়া টিকিট চালু হওয়ায় আর 'রিটার্ন' সম্ভব ছিল না। এবার আবার তা ফিরছে। মেট্রোর এই ঘোষণায় খুশি যাত্রীরা।

Advertisement

শনিবার কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এবার কিউআর কোড দেওয়া টিকিট বদলে ফেলা হচ্ছে। এবার তাতে যুক্ত হচ্ছে 'রিটার্ন' অপশনও। পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু হচ্ছে কলকাতা মেট্রোর সব শাখায়। কোথাও যাওয়ার সময়ে একবার মেট্রোর কাউন্টার থেকে টিকিট কাটলেই হবে। ওই টিকিট নিজের কাছে রেখে দিলে ফিরতেও পারবেন ঝঞ্ঝাটবিহীনভাবে। ফেরার সময় আর কাউন্টারের লম্বা লাইনে দাঁড়াতে হবে না। এই টিকিট ব্যবহারের নির্দিষ্ট সময়সীমাও নেই। সারাদিনের মধ্যে যে কোনও সময় ওই টিকিট নিয়েই ফিরতে পারবেন। ব্লু, ইয়েলো, গ্রিন, অরেঞ্জ - কলকাতা মেট্রোর সব লাইনেই পরীক্ষামূলকভাবে কিউআর কোড দেওয়া রিটার্ন টিকিট চালু হচ্ছে।

কলকাতা মেট্রোয় আবার ফিরছে রিটার্ন টিকিট। যাত্রীদের সুবিধার্থে এবার কিউআর কোড দেওয়া টিকিটে এবার ফেরাও যাবে সহজে। ফেরার সময় আর টিকিট কাউন্টারে দাঁড়াতে হবে না। ফলে একবার টিকিট কেটেই নিশ্চিন্তে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এই টিকিটটির মেয়াদ থাকবে দিনভর।

রোজকার যাতায়াতের ক্ষেত্রে মেট্রো পরিষেবা নিঃসন্দেহে সবচেয়ে দ্রুতগামী। শহরের একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে নির্ঝঞ্ঝাটে অতি কম সময়ের মধ্যে পৌঁছে যেতে মেট্রোর বিকল্প নেই। তবে ইদানিং ব্লু লাইন অর্থাৎ দক্ষিণশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো রুটে প্রায়ই বিভ্রাট হচ্ছে। কখনও সিগন্যাল সমস্যা, কখনও মেট্রোর রেক সমস্যা, কখনও আবার আত্মহত্যার চেষ্টায় মেট্রো পরিষেবা আংশিক ব্যাহত হওয়ার ঘটনা প্রায়ই চূড়ান্ত ভোগান্তিতে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। সেসব সমস্যার স্থায়ী সমাধানে তৎপর মেট্রো কর্তৃপক্ষ। তারই মধ্যে যাত্রীদের সুবিধায় একাধিক নয়া প্রকল্প চালু করছে কলকাতা মেট্রো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement